রাজশাহীর নূরু মাঝির তোলা ১০টি পাখির ছবি
রাজশাহীর নূর ইসলামকে পরিচিতরা ডাকেন ‘নূরু মাঝি’। পর্যটকদের নিয়ে পদ্মায় নৌকা বাইতেন তিনি। এই কাজ করতে করতেই পাখিবিশারদ আর আলোকচিত্রীদের সান্নিধ্যে আসেন। তাঁদের সঙ্গে মিশে মিশে এখন নিজেই হয়ে উঠেছেন পাখির আলোকচিত্রী, সুদক্ষ গাইড। দেখুন, নূরের তোলা ১০টি পাখির ছবি...