রাজশাহীর নূরু মাঝির তোলা ১০টি পাখির ছবি

রাজশাহীর নূর ইসলামকে পরিচিতরা ডাকেন ‘নূরু মাঝি’। পর্যটকদের নিয়ে পদ্মায় নৌকা বাইতেন তিনি। এই কাজ করতে করতেই পাখিবিশারদ আর আলোকচিত্রীদের সান্নিধ্যে আসেন। তাঁদের সঙ্গে মিশে মিশে এখন নিজেই হয়ে উঠেছেন পাখির আলোকচিত্রী, সুদক্ষ গাইড। দেখুন, নূরের তোলা ১০টি পাখির ছবি...

২ / ১০
এ দেশের আবাসিক পাখি নীল-লেজ সুইচোরা
ছবি: নূর ইসলাম
৩ / ১০
এ দেশের বিরল পরিযায়ী পাখি মেটে রাজহাঁস
ছবি: নূর ইসলাম
৪ / ১০
ছোট পানচিল
ছবি: নূর ইসলাম
৫ / ১০
বিশাল দেহের দাগি রাজহাঁস
ছবি: নূর ইসলাম
৬ / ১০
ঘুমে ঢুলু ঢুলু চোখে মেছো প্যাঁচা
ছবি: নূর ইসলাম
৭ / ১০
বাচ্চাসহ বাবা জলময়ুর
ছবি: নূর ইসলাম
৮ / ১০
অবাক সৌন্দর্যের কাদাখোঁচা
ছবি: নূর ইসলাম
৯ / ১০
পাখিটির নাম সাইক্সের রাতচরা
ছবি: নূর ইসলাম
১০ / ১০
খাবার খোঁজায় ব্যস্ত দুর্লভ পাখি খোয়াজ
ছবি: নূর ইসলাম