শত শত বানরের জন্য ভোজ উৎসব

থাইল্যান্ডের লোপবুরি অনেকের কাছে ‘বানরের শহর’ হিসেবে পরিচিত। এখানে মানুষ ও বানরের সহাবস্থান যেন। প্রতিবছর এই বানরদের নিয়ে ভোজ উৎসবের আয়োজন করা হয়। এবারের উৎসব ছিল গত ২৭ নভেম্বর। প্রায় চার হাজার বানরকে ফল ও সবজি দিয়ে আপ্যায়ন করা হয়। উৎসবের পাঁচটি ছবি রইল এখানে—

১ / ৫
ফল খেতে ভারি মজা!
ছবি: সংগৃহীত
২ / ৫
বানরদের আপ্যায়ন করাচ্ছেন ইয়ংয়ুথ। তিনিই উৎসবের উদ্যোক্তা
ছবি: সংগৃহীত
৩ / ৫
বানরদের ভোজ উৎসবে অনেক দর্শনার্থীরও সমাগম ঘটে
ছবি: সংগৃহীত
৪ / ৫
এবার তবে তরমুজ খাওয়া যাক!
ছবি: সংগৃহীত
৫ / ৫
থালা হাতে ঠায় দাঁড়িয়ে থাকা ওয়েটাররা আদতে বানরের আদলে গড়া ভাস্কর্য
ছবি: সংগৃহীত