উগান্ডা–রুয়ান্ডায় কী করছেন মাসুদ

নরসিংদীর তরুণ মোহাম্মদ মাসুদ ভারতের বিভিন্ন রাজ্য ঘুরে প্রায় তিন মাস আগে দিল্লি থেকে উড়াল দিয়ে যান পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায়। সেখানে দিন দশেক থেকে তারপর একে একে উগান্ডা, রুয়ান্ডা ও বুরুন্ডি যান। এখন আছেন তানজানিয়ায়। এই পথে তাঁর একমাত্র সঙ্গী বাইসাইকেল। দ্বিচক্রযানটি হাঁকিয়ে এক দেশ থেকে আরেক দেশে ছুটে চলেছেন। পথে পথে দেখছেন মানুষ ও প্রকৃতি। সেসবের ছবিও তুলছেন। তাঁর পূর্ব আফ্রিকা ভ্রমণের ১০টি ছবি নিয়ে এই আয়োজন।

১ / ১০
বাইসাইকেলের পেছনে বাঁধা একটা খুঁটিতে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন মাসুদ
ছবি: মোহাম্মদ মাসুদের সৌজন্যে
আরও পড়ুন
২ / ১০
পথে একটু জিরিয়ে নেওয়া
ছবি: মোহাম্মদ মাসুদের সৌজন্যে
৩ / ১০
দলেবলে খাওয়াদাওয়া
ছবি: মোহাম্মদ মাসুদের সৌজন্যে
৪ / ১০
নৌকায় পারাপার
ছবি: মোহাম্মদ মাসুদের সৌজন্যে
৫ / ১০
পাহাড়ের পাদদেশে বসতি
ছবি: মোহাম্মদ মাসুদের সৌজন্যে
৬ / ১০
বুরুন্ডিতে প্রবেশের আগে
ছবি: মোহাম্মদ মাসুদের সৌজন্যে
৭ / ১০
মাসুদকে প্রায় রাতেই তাঁবু পেতে থাকার ব্যবস্থা করতে হয়
ছবি: মোহাম্মদ মাসুদের সৌজন্যে
৮ / ১০
সাইকেলটা ঠিক আছে তো—মাসুদের সাইকেল পেয়ে এক শিশু!
ছবি: মোহাম্মদ মাসুদের সৌজন্যে
৯ / ১০
বুরুন্ডি থেকে তানজানিয়ার প্রবেশপথে
ছবি: মোহাম্মদ মাসুদের সৌজন্যে
১০ / ১০
সেলফিতে মুখ দেখাতে জিরাফটাও হাজির!
ছবি: মোহাম্মদ মাসুদের সৌজন্যে