পরিবেশবান্ধব আধুনিক স্থাপনায় সবুজের সঙ্গে আড্ডা: হিজল ক্যাফে

ইট, কাঠ, পাথরের যান্ত্রিক শহরে সবুজ লতায় ঘেরা একটুকরো নিসর্গ যেন হিজল ক্যাফে। ক্যাফেটির ৭০ ভাগ জায়গাজুড়ে রাখা হয়েছে সবুজ আর বাকি ১৫ ভাগ জল। ক্যাফেটির ৮০ ভাগ নির্মাণসামগ্রীই এসেছে পুনর্ব্যবহার করা উপকরণ থেকে। ঢাকার অদূরে গাজীপুরের কাশিমপুরের হিজল ক্যাফের বৃক্ষছায়ায় আপনার সময়টুকু ভালো কাটতে বাধ্য।
১ / ১৩
পরিবার নিয়ে পছন্দের খাবার খেতে খেতে আড্ডা দেওয়ার জন্য দারুণ জায়গা হিজল ক্যাফে
ছবি: সাবিনা ইয়াসমিন
২ / ১৩
হিজলের ৭০ ভাগ জায়গাজুড়েই রাখা হয়েছে সবুজ
ছবি: সাবিনা ইয়াসমিন
৩ / ১৩
ঝরনার শব্দ আপনাকে অন্য রকম একটি ভালো লাগার অনুভূতি দেবে। হিজলের ১৫ ভাগ জায়গাজুড়ে আছে জল
ছবি: সাবিনা ইয়াসমিন
৪ / ১৩
ব্যবহার করা হয়েছে কাঠের সিঁড়ি
ছবি: সাবিনা ইয়াসমিন
৫ / ১৩
বাগানের পুনর্ব্যবহার করা উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে খাবার টেবিল ও বসার আসন
ছবি: সাবিনা ইয়াসমিন
৬ / ১৩
হিজলের স্থাপত্য নির্মাণশৈলীতে আছে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া
ছবি: সাবিনা ইয়াসমিন
৭ / ১৩
হিজলে রয়েছে একটি লাইব্রেরিও
ছবি: সাবিনা ইয়াসমিন
৮ / ১৩
হিজলের নির্মাণশৈলীতে প্রকৃতির সঙ্গে আপনাকে মিলিয়ে দেওয়ার চেষ্টার কোনো ত্রুটি রাখা হয়নি
ছবি: সাবিনা ইয়াসমিন
৯ / ১৩
দল বেঁধে হইহুল্লোড় করে একবেলা কাটিয়ে দেওয়ার জায়গা
ছবি: সাবিনা ইয়াসমিন
১০ / ১৩
বনে পড়ে থাকা বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে হিজল ক্যাফের নানা আসবাব ও তৈজসপত্র
ছবি: সাবিনা ইয়াসমিন
১১ / ১৩
ক্যাফের ডিজাইনে রাখা হয়েছে প্রশান্ত আলো আসার ব্যবস্থা
ছবি: সাবিনা ইয়াসমিন
১২ / ১৩
খাবার পরিবেশনায় সুস্বাস্থ্যের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ব্যবহার করা হয়েছে পরিবেশবান্ধব বিভিন্ন উপকরণ
ছবি: সাবিনা ইয়াসমিন
১৩ / ১৩
ছুটির দিনে পরিবার নিয়ে শহরের বাইরে ঘুরে আসতে পারেন এই ক্যাফে থেকে
ছবি: সাবিনা ইয়াসমিন