মেরিন ড্রাইভে আলট্রা-ম্যারাথন ১৯-২০ জানুয়ারি, নিবন্ধনের আজই শেষ দিন

আলট্রা-ম্যারাথন একধরনের দৌড় আয়োজনছবি: মেরিন ড্রাইভ আলট্রা

দেশে ক্রীড়া-পর্যটনকে জনপ্রিয় করার পাশাপাশি মানুষকে পরিবেশবান্ধব ভ্রমণে আগ্রহী করার লক্ষ্যে আলট্রা-ম্যারাথনের আয়োজন করেছে ‘ট্রাভেলার্স অব বাংলাদেশ’। কক্সবাজারের মেরিন ড্রাইভে অনুষ্ঠেয় এই আয়োজনের নাম ‘মেরিন ড্রাইভ আলট্রা’। তৃতীয় পর্বের আসর বসছে আগামী ১৯-২০ জানুয়ারি। আলট্রা-ম্যারাথন বা আলট্রা রান একধরনের দৌড় আয়োজন, যা ৫০ কিলোমিটার বা তার বেশি দূরত্বের হয়ে থাকে।

আলট্রা-ম্যারাথনের এবারের স্লোগান ‘আমাদের ঐতিহ্য, আমাদের গৌরব’
ছবি: মেরিন ড্রাইভ আলট্রা

দেশের দীর্ঘতম এই আলট্রা-ম্যারাথনের এবারের স্লোগান ‘আমাদের ঐতিহ্য, আমাদের গৌরব’। ৩০০ অংশগ্রহণকারী ৫০ কিলোমিটার, ১০০ কিলোমিটার এবং ১০০ মাইল দৈর্ঘ্যের আলট্রা-ম্যারাথনে অংশ নিতে পারবেন। আয়োজনে দৃষ্টিপ্রতিবন্ধী, হিজড়া, হুইলচেয়ারআরোহী এবং অটিস্টিক অ্যাথলেটদের অংশগ্রহণ থাকছে। গত দুই পর্বের মতো এবারও অংশগ্রহণকারীদের সব সেবা বিনা মূল্যে দেওয়া হবে।

২৭ ডিসেম্বর রাত ১০টা থেকে মেরিন ড্রাইভ আলট্রা সিজন থ্রিতে অংশগ্রহণের জন্য নিবন্ধনপ্রক্রিয়া শুরু হয়েছে, শেষ হবে আজ রাত ১০টায়। নিবন্ধন করতে মেরিন ড্রাইভ আলট্রার ওয়েবসাইট ভিজিট করুন: http://marinedriveultra.run