বিশ্বের সবচেয়ে দীর্ঘ বিমানযাত্রা কত ঘণ্টার, ভাড়া কত

বিশ্বের দীর্ঘতম দূরত্বে ফ্লাইট পরিচালনা করে আসছে সিঙ্গাপুর এয়ারলাইনস
ছবি: সিঙ্গাপুর এয়ারলাইনস

সবচেয়ে বেশি দূরত্বের বিমানযাত্রায় কত সময় লাগে, সেটা কোথা থেকে কোথায় যায়, চলুন জেনে নিই সেই ভ্রমণ সম্পর্কে কিছু তথ্য।

লম্বা যাত্রার রেকর্ড

২০২০ সালের ৯ নভেম্বর থেকে বিশ্বের দীর্ঘতম দূরত্বে ফ্লাইট পরিচালনা করে আসছে সিঙ্গাপুর এয়ারলাইনস। বিমান সংস্থাটি এয়ারবাস এ৩৫০-৯০০ ইউএলআর মডেলের বিমানে সিঙ্গাপুর ও নিউইয়র্কের মধ্যে ফ্লাইটটি পরিচালনা করছে। এই রুটে বিমানকে পাড়ি দিতে হয় ১৫ হাজার ৩৪৯ কিলোমিটার পথ। এতে মোট সময় লাগে প্রায় ১৯ ঘণ্টা। যাওয়া–আসার (রাউন্ড ট্রিপ) জন্য প্রিমিয়ার ইকোনমিতে লাগে ২ হাজার ৭০০ ডলার আর বিজনেস ক্লাসের ভাড়া ৬ হাজার ৬০০ ডলার।

অভ্যন্তরীণ যাত্রীবাহী ফ্লাইটের রেকর্ড

এর আগে দীর্ঘতম যাত্রীবাহী ফ্লাইট ছিল এয়ার তাহিতি নুইয়ের ফ্লাইট টিএন ৬৪। বোয়িং ৭৮৭-৯ মডেলের বিমানে করে তাহিতির পাপেতেতে ফাআ’আ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্যারিসের শার্ল দ্য গল বিমানবন্দরে বিরতিহীনভাবে ফ্লাইটটি পরিচালনা করা হতো। সেই যাত্রায় বিমানটি ১৫ হাজার ৭১৫ কিলোমিটার দূরত্ব অতিক্রম করত। এই রুট ২০২০ সালে মার্চ থেকে এপ্রিল পর্যন্ত সক্রিয় ছিল। এই রুট বিশ্বের দীর্ঘতম অভ্যন্তরীণ যাত্রীবাহী ফ্লাইটের রেকর্ড তৈরি করে। ফরাসি অঞ্চলের মধ্যে দিয়ে বিমানটি উড়ত।

আরও পড়ুন
মাঝখানে বিরতি নিয়ে সবচেয়ে লম্বা ফ্লাইট পরিচালনা করে ব্রিটিশ এয়ারওয়েজ
ছবি: উইকিপিডিয়া

অন্য লম্বা যাত্রার যত ফ্লাইট

সিঙ্গাপুর থেকে যুক্তরাষ্ট্রের নিওয়ার্ক বিমানবন্দরে আরেকটি একটানা ফ্লাইট পরিচালনা করে সিঙ্গাপুর এয়ারলাইনস। ১৮ ঘণ্টা ২৫ মিনিট সময় নেয় এই ফ্লাইট। কাতার এয়ারওয়েজের দোহা থেকে নিউজিল্যান্ডের অকল্যান্ডে ১৭ ঘণ্টা ৩৫ মিনিট সময়ের ফ্লাইটটি এখন পৃথিবীর তৃতীয় দীর্ঘতম ফ্লাইট। অন্যদিকে অস্ট্রেলিয়ার পার্থ থেকে লন্ডনে কোয়ান্টাস এয়ারের ১৭ ঘণ্টা ২০ মিনিটের উড়াল আরেকটি দীর্ঘযাত্রার ফ্লাইট। কোয়ান্টাসের মেলবোর্ন থেকে ডালাস পর্যন্ত ১৭ ঘণ্টা ৩৫ মিনিটের আরেকটি দীর্ঘ ফ্লাইট আছে।

আরও লম্বা যে সফর

এ তো গেল একটানা সফরের খবর। মাঝখানে বিরতি নিয়ে সবচেয়ে লম্বা ফ্লাইটের রেকর্ডের মালিক ব্রিটিশ এয়ারওয়েজ। সিডনি থেকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে বোয়িং ৭৮৭-৯ বিমানে করে বিএ ১৬ ফ্লাইটটি ১৭ হাজার ১৭৬ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। ফ্লাইটটি সিঙ্গাপুরে যাত্রা বিরতি করে।

সূত্র: কোনডে নাস্ট ট্রাভেলার

আরও পড়ুন