পাহাড়ে–সমতলে রোমাঞ্চকর কর্মকাণ্ড পরিচালনা করে এই সংগঠনগুলো

কয়েক বছর আগেও ক্লাইম্বিং করার তেমন কোনো সুযোগ দেশে ছিল না। অবস্থা দ্রুত বদলেছে। এখন ক্লাইম্বিং, হাইকিং, ট্রেকিং, ক্যাম্পিং, ব্যাকপ্যাকিং, ক্যানিওনিং, কায়াকিং, সার্ফিং, সাইক্লিং, দৌড়, স্কুবা ডাইভিংয়ের মতো দুঃসাহসিক সব কর্মকাণ্ডে হরহামেশাই অংশ নিচ্ছে রোমাঞ্চপ্রিয় তরুণেরা।

রোমাঞ্চকর এসব কর্মকাণ্ডকে ঘিরে গড়ে উঠেছে বেশ কিছু প্রতিষ্ঠান, ফেসবুকেও সরব অনেক গ্রুপ। তরুণেরা নিজেরাই গড়ে তুলছেন বিভিন্ন প্ল্যাটফর্ম, প্রতিষ্ঠিত হচ্ছে ক্লাব। চাহিদা বাড়তে থাকায় কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠানও গড়ে উঠেছে। এমন কিছু সংগঠন ও প্রতিষ্ঠান সম্পর্কে দেখে নিতে পারেন ফেসবুকে।

জলপ্রপাতে র‌্যাপলিং করার মুহূর্তটা রোমাঞ্চকর
ছবি: ওয়াইল্ডারনেস বিডি
  • বিডি সাইক্লিস্ট: fb.com/groups/bdcyclists

  • ওয়াইল্ডারনেস বিডি: fb.com/WildernessBD

  • রোপ ফোর: fb.com/rope4bd

  • ক্লাইম্ব ফোর আর্থ: fb.com/climb4earth

  • বেঙ্গল ট্রেকারস: fb.com/bengaltrekkers19

  • অভিযাত্রী: fb.com/ovijaatri.eco

  • ট্রাভেলারস অব বাংলাদেশ: fb.com/groups/mail.tob

  • অল্টিটিউড হান্টার: fb.com/altitudehunter

  • অদ্রি কমিউনিটি: fb.com/groups/audree

  • দ্য কোয়েস্ট: fb.com/questbangladesh

  • ভার্টিক্যাল ড্রিমারস: fb.com/vertical.dreamers

  • বিডি রানারস: fb.com/groups/bdrunners

  • মেরিন ড্রাইভ আলট্রা: fb.com/marinedriveultra