বালি ভ্রমণে খরচ বাড়ল, দিতে হবে বাড়তি ১ লাখ ৫০ হাজার রুপিয়া

দ্বীপ ভ্রমণের আগে ‘লাভ বালি’ নামের ওয়েবসাইটে গিয়ে করের অর্থ পরিশোধ করতে হচ্ছে
স্ক্রিনশট

বালির সমুদ্রসৈকত আর সবুজ বৃষ্টি-অরণ্যের খ্যাতি দুনিয়াজোড়া। যত দূর চোখ যায় সারি সারি পামগাছ। বনের মাথা ছাড়িয়ে আগুন-পাহাড়ের চূড়া। চোখজুড়ানো সবুজ প্রকৃতির জন্যই পর্যটনে এগিয়ে গেছে বালি। ইন্দোনেশিয়ার এই দ্বীপ-প্রদেশকে বলা হয় মধুচন্দ্রিমার স্বর্গরাজ্য। নয়া দম্পতিদের বাইরে প্রতিবছর বালিসহ আশপাশের দ্বীপগুলোয় দল বেঁধে বা একাকী ঘুরতে আসেন অগণিত মানুষ। তবে এখন বালিতে ঘুরতে যাওয়া বিদেশি পর্যটকদের গুনতে হচ্ছে বাড়তি অর্থ।

১৪ ফেব্রুয়ারি থেকে বিদেশি পর্যটকদের ওপর ইন্দোনেশীয় মুদ্রায় ১ লাখ ৫০ হাজার রুপিয়া (প্রায় ১০ ডলার) ইলেকট্রনিক ট্যাক্স (ই-ট্যাক্স) আদায় করতে শুরু করেছে দেশটির সরকার। দ্বীপ ভ্রমণের আগে ‘লাভ বালি’ নামের ওয়েবসাইটে গিয়ে করের অর্থ পরিশোধ করতে হচ্ছে। গত বছরই কর আরোপের এই ঘোষণা দেওয়া হয়েছিল। এখন তা কার্যকর করা হলো। মূলত বালি দ্বীপের পরিবেশ ও সংস্কৃতি সংরক্ষণে তহবিল সংগ্রহের লক্ষ্য নিয়েই এই কর ধার্য করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে স্থানীয় পর্যটক, কূটনৈতিক ভিসাধারী ও আসিয়ান দেশের নাগরিকেরা এই করের আওতামুক্ত থাকবেন।

আরও পড়ুন
বালির সমুদ্রসৈকত আর সবুজ বৃষ্টি-অরণ্যের খ্যাতি দুনিয়াজোড়া
ছবি: পেক্সেলস ডটকম

সরকারি তথ্য অনুযায়ী, গত বছরের জানুয়ারি থেকে নভেম্বর প্রায় ৪৮ লাখ পর্যটক বালি ভ্রমণ করেন। করোনা মহামারির আগে বালির বার্ষিক জিডিপির প্রায় ৬০ শতাংশ পর্যটন খাত থেকে এসেছে। ২০২৩ সালের নভেম্বরে সর্বোচ্চ এক লাখ অস্ট্রেলীয় পর্যটক বালি ভ্রমণ করেছেন। এরপরই রয়েছেন ভারত, চীন ও সিঙ্গাপুরের পর্যটকেরা।

ইন্দোনেশিয়ার বালি কর্তৃপক্ষ কর আরোপের পাশাপাশি প্রদেশটিতে বিদেশি পর্যটকদের মোটরবাইক নিষিদ্ধ করার পরিকল্পনা নিয়েছে। উন্নত গণপরিবহনব্যবস্থা না থাকায় বালিতে বিদেশি পর্যটকেরা প্রায়ই দ্বীপের চারপাশে ঘুরতে মোটরসাইকেল ভাড়া করেন। তবে অনেক পর্যটক দ্বীপে ট্রাফিক আইন লঙ্ঘন করেন বলেই এমন সিদ্ধান্ত নিয়েছে তারা।

এসব নিয়মকানুনের মাধ্যমে দেশটির প্রাদেশিক কর্তৃপক্ষ পর্যটক আগমনে কিছুটা লাগাম টানতে চায় বলেই মনে করা হচ্ছে। কারণ, সাম্প্রতিক বছরগুলোয় বালিতে পর্যটকদের নানা অনিয়ম, অপকর্ম ও স্থানীয় লোকজনের সঙ্গে দুর্ব্যবহারের মাত্রা বেড়েছে। ২০২১ সালে বালির পুণ্যস্থান মাউন্ট বাতুরে রুশ দম্পতির সঙ্গমের ভিডিও প্রকাশ পায়। বিষয়টি প্রকাশ্যে আসার পর শোরগোল বেঁধে যায়। তবে কর্তৃপক্ষের দাবি, দ্বীপের পরিবেশ ও সংস্কৃতি রক্ষার লক্ষ্যেই ধার্য করা হয়েছে নতুন শুল্ক কর।

সূত্র: বিবিসি ও মিন্ট

আরও পড়ুন