বিশ্বসেরা ১০০ বিমানবন্দরের তালিকায় ১ নম্বরে চাঙ্গি, বাংলাদেশ কোথায়?

এ বছর বিশ্বের সেরা বিমানবন্দর হয়েছে সিঙ্গাপুরের চাঙ্গিছবি: সংগৃহীত

২০২৩ সালের বিশ্বের সেরা ১০০ বিমানবন্দরের তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান স্কাইট্র্যাক্স। এ তালিকায় প্রথমে আছে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর। গত দুই বছর প্রথম স্থানে থাকা কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর এবার দ্বিতীয় স্থানে নেমে গেছে। ১৫ মার্চ ‘দ্য ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ড’ নামের পুরস্কারটির বিভিন্ন বিভাগে সেরা বিমানবন্দরের নাম প্রকাশ করা হয়।

এবার প্রথম দশে রয়েছে এশিয়ার একাধিক বিমানবন্দর। এ তালিকায় স্থান পেয়েছে অঞ্চলটির ৫টি আঞ্চলিক বিমানবন্দরও। ভারতের দিল্লি বিমানবন্দর হয়েছে দক্ষিণ এশিয়ায় সেরা। এ ছাড়া সেরা ১০০ বিমানবন্দরের তালিকায় আছে দেশটির হায়দরাবাদ, বেঙ্গালুরু ও মুম্বাই বিমানবন্দর। তবে তালিকার কোনো ক্যাটাগরিতেই নেই বাংলাদেশের কোনো বিমানবন্দরের নাম।

আরও পড়ুন
সবচেয়ে পরিচ্ছন্ন বিমানবন্দরের পুরস্কার জিতেছে জাপানের টোকিও আন্তর্জাতিক বিমানবন্দর
ছবি: সংগৃহীত

স্কাইট্র্যাক্স বিমান ও বিমানবন্দরবিষয়ক বিভিন্ন ধরনের র‌্যাঙ্কিং করে থাকে। প্রতিষ্ঠানটি ১৯৯৯ সাল থেকে ‘দ্য ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ড’ প্রদান করে আসছে। সারা বিশ্বের প্রায় দুই কোটি যাত্রীর মতামতের ভিত্তিতে এবার সেরা বিমানবন্দরের এ পুরস্কার দেওয়া হয়েছে। যাত্রীদের মূল্যায়নে দক্ষিণ-পূর্ব এশিয়ার যাত্রীদের কেন্দ্রস্থল হয়ে ওঠা সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর প্রথম হয়েছে।

এ ছাড়া বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন বিমানবন্দরের পুরস্কার জিতেছে জাপানের টোকিও আন্তর্জাতিক বিমানবন্দর, কর্মীসেবার জন্য দক্ষিণ কোরিয়ার ইনচন আন্তর্জাতিক বিমানবন্দর সেরা হয়েছে, নিরাপত্তাব্যবস্থার দিক দিয়ে সেরা হয়েছে সুইজারল্যান্ডের জুরিখ বিমানবন্দর।

একনজরে দেখে নিন বিশ্বসেরা ২০ বিমানবন্দরের নাম—

১. চাঙ্গি বিমানবন্দর, সিঙ্গাপুর

২. হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর, কাতার

৩. টোকিও আন্তর্জাতিক বিমানবন্দর (হানেদা বিমানবন্দর), জাপান

৪. ইনচন আন্তর্জাতিক বিমানবন্দর, দক্ষিণ কোরিয়া

৫. প্যারিস শার্ল দ্যু গল বিমানবন্দর, ফ্রান্স

ভারতের দিল্লি বিমানবন্দর হয়েছে দক্ষিণ এশিয়ায় সেরা
ছবি: সংগৃহীত

৬. ইস্তাম্বুল বিমানবন্দর, তুরস্ক

৭. মিউনিখ বিমানবন্দর, জার্মানি

৮. জুরিখ বিমানবন্দর, সুইজারল্যান্ড

৯. নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর, জাপান

১০. মাদ্রিদ-বারাজাস বিমানবন্দর, স্পেন

১১. ভিয়েনা আন্তর্জাতিক বিমানবন্দর, অস্ট্রিয়া

১২. হেলসিঙ্কি-ভানতা আন্তর্জাতিক বিমানবন্দর, ফিনল্যান্ড

১৩. রোম ফিউমিচিনো বিমানবন্দর, ইতালি

১৪. কোপেনহেগেন বিমানবন্দর, ডেনমার্ক

১৫. কানসাই আন্তর্জাতিক বিমানবন্দর, জাপান

১৬. চুবু সেনট্রেয়ার আন্তর্জাতিক বিমানবন্দর, জাপান

১৭. দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, সংযুক্ত আরব আমিরাত

১৮. সিয়াটল-ট্যাকোমা আন্তর্জাতিক বিমানবন্দর, যুক্তরাষ্ট্র

১৯. মেলবোর্ন বিমানবন্দর, অস্ট্রেলিয়া

২০. ভ্যাঙ্কুভার আন্তর্জাতিক বিমানবন্দর, কানাডা