প্রকৃতিবিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতায় বর্ষসেরা যে ছবি

যুক্তরাজ্যের ওয়ার্ল্ড নেচার ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস প্রতিযোগিতার পঞ্চম আসর ছিল এবার। বৈশ্বিক এই আলোকচিত্র প্রতিযোগিতার ১৪টি শাখা। এসব শাখায় হাজারো ছবি জমা পড়েছিল। তার মধ্য থেকে বিচারকেরা বেছে নিয়েছেন প্রতিটি শাখার বিজয়ী—প্রথম, দ্বিতীয় ও তৃতীয়। সামগ্রিকভাবে বর্ষসেরা হয়েছে একটি ছবি। মার্চের শেষ সপ্তাহে প্রকাশ করা হয়েছে পুরস্কারপ্রাপ্ত আলোকচিত্রগুলো। সেসব ছবির মধ্য থেকে নয়টি দেখুন এখানে:

১ / ৯
অ্যাসপেন গাছের সারি দেখে মনে হয় দক্ষ শিল্পীর আঁকা কোনো শিল্পকর্ম। যুক্তরাষ্ট্রের কলোরাডো থেকে ছবিটি তুলেছেন রবার্ট জে রস
২ / ৯
অস্ট্রেলিয়ার নিকোলাস রেমির তোলা ব্ল্যাক অ্যাঙ্গলারফিশের ছবিটি ‘অ্যানিমেল পোর্ট্রেট’ শাখায় সেরা হয়েছে
৩ / ৯
সামুদ্রিক ইগুয়ানার মাথায় লাভা টিকটিকি। ইকুয়েডরের গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ থেকে ছবিটি তুলেছেন যুক্তরাজ্যের জন সিগার
৪ / ৯
মায়ের সঙ্গে খাবার খাচ্ছিল বাচ্চা জেব্রাটি, তাদের আকস্মিক আক্রমণ করে বসে ক্ষুধার্ত চিতাটি। কেনিয়ার মাসাইমারা থেকে ছবিটি তুলেছেন আলেক্সান্ডার ব্রেকক্স
৫ / ৯
পঙ্গপালের ঝাঁক তাড়া করেছে রাজস্থানে জয়সালমিরের এক কিশোর। ছবিটি তুলেছেন হিরা পাঞ্জাবি
৬ / ৯
ইসরায়েলের জিন মরুভূমির পাহাড়ে লড়াইরত ছাগল প্রজাতির প্রাণী (নুবিয়ান আইবেক্স) দুটির ছবি তুলেছেন অমিত এশেল
৭ / ৯
শহুরে পাখির সংসার। ‘আরবান ওয়াইল্ডলাইফ’ শাখায় সেরা ছবিটির আলোকচিত্রী রয় উইজনার
৮ / ৯
পেটপূজার জন্য হাতিরও কত কিছুই না করতে হয়! জিম্বাবুয়ের মানা পুলস জাতীয় উদ্যান থেকে ছবিটি তুলেছেন লুকাস ওয়ালটার
৯ / ৯
শেষ পর্যন্ত শিকারটি কে কবজা করতে পারবে! সামুদ্রিক পাখি গ্যানিটের মাছ শিকারের ছবিটি তুলেছেন ইংল্যান্ডের ট্রেসি লুন্ড। এটিই ওয়ার্ল্ড নেচার ফটোগ্রাফি অ্যাওয়ার্ডসের বর্ষসেরা আলোকচিত্র