১০ ছবিতে দেখুন হিমালয়ের প্রকৃতি ও জীবন

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় চলছে তিন দিনের আলোকচিত্র প্রদর্শনী। এতে হিমালয়ের প্রকৃতি ও জীবনের পাশাপাশি পর্বতারোহণের শতাধিক ছবি স্থান পেয়েছে। ‘আন্তর্জাতিক এভারেস্ট দিবস ২০২৪’ উপলক্ষে এই প্রদর্শনীর আয়োজন করেছে ঢাকার নেপালি দূতাবাস। সহযোগিতা করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব। গতকাল শুরু হওয়া প্রদর্শনীটি ২ জুন পর্যন্ত চলবে। দর্শনার্থীদের জন্য গ্যালারির দরজা খোলা থাকছে প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। প্রদর্শনীর ১০টি ছবি নিয়ে এই আয়োজন।

১ / ১০
নমস্তে!
ছবি: ইকরামুল হাসান
২ / ১০
পার্বত্যপথে মালামাল নিয়ে ছুটছে চমরি গাই
ছবি: কাওছার রূপক
৩ / ১০
হিমালয়কন্যা!
ছবি: ইকরামুল হাসান
৪ / ১০
বুধি গান্ডাকি পারাপার
ছবি: কাজি বাহলুল মজনু
৫ / ১০
তারকারাজির নিচে ইয়াক খারকা
ছবি: আরিফুর রহমান
৬ / ১০
লবুচে পর্বতের পথে
ছবি: জাফর সাদেক
৭ / ১০
অন্নপূর্ণা এলাকার মেঘ-পাহাড়
ছবি: মাহমুদ রানা
৮ / ১০
সায়াংবোচে থেকে দেখা আমা দাবলাম!
ছবি: শামীম রহমান
৯ / ১০
খুম্বু হিমবাহের দুর্গম পথে পর্বতারোহীরা
ছবি: নিশাত মজুমদার
১০ / ১০
পর্বত ও চাঁদ
ছবি: এম এ মুহিত