প্রাণী–পাখির মজার কাণ্ডকারখানা ধরা পড়েছে এই ১০ ছবিতে

প্রাণী-পাখির স্বাভাবিক ক্রীড়াকর্মই ক্যামেরায় ধরা পড়েছে। তবে ছবিগুলো দেখলে হাসি আটকে রাখা দায়! এসব আলোকচিত্র নিয়েই বৈশ্বিক প্রতিযোগিতা ‘নিকন কমেডি ওয়াইল্ডলাইফ অ্যাওয়ার্ডস’। এবার চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছে বিশ্বের ৪০টি আলোকচিত্র। আসছে ৯ ডিসেম্বর ঘোষণা করা হবে সেরা ছবিটি। এখানে দেখুন ১০টি ছবি।

১ / ১০
দমকা হাওয়ার তোড়ে সামুদ্রিক এই গ্যানেট পাখির অবস্থা কাহিল!
ছবি: অ্যালিসন টাক/নিকন কমেডি ওয়াইল্ডলাইফ অ্যাওয়ার্ডস
২ / ১০
রেড–ক্রাউনড ক্রেন বা লালমুকুট সারস পাখিদের কাণ্ডকারখানা
ছবি: ডেভিড রাইস/নিকন কমেডি ওয়াইল্ডলাইফ অ্যাওয়ার্ডস
৩ / ১০
যুদ্ধের আলিঙ্গন
ছবি: জেসিকা এমেট/নিকন কমেডি ওয়াইল্ডলাইফ অ্যাওয়ার্ডস
৪ / ১০
আঙুল চেটে খাওয়ার মতো সুস্বাদু কিছু কি আছে!
ছবি: লিলিয়ানা লুকা/নিকন কমেডি ওয়াইল্ডলাইফ অ্যাওয়ার্ডস
৫ / ১০
কার হাসি বেশি সুন্দর?
ছবি: মেলিন এলওয়াঙ্গার/নিকন কমেডি ওয়াইল্ডলাইফ অ্যাওয়ার্ডস
৬ / ১০
বাবুনদের ‘সার্কাস’
ছবি: কালিন বোতেভ/নিকন কমেডি ওয়াইল্ডলাইফ অ্যাওয়ার্ডস
৭ / ১০
দুষ্টু সমুদ্রচিলের কাণ্ড দেখুন!
ছবি: অঁতোয়ান রেজার/নিকন কমেডি ওয়াইল্ডলাইফ অ্যাওয়ার্ডস
৮ / ১০
গরিলাটা যেন খেলাচ্ছলে নাচছে
ছবি: মার্ক মেথ-কোহন/নিকন কমেডি ওয়াইল্ডলাইফ অ্যাওয়ার্ডস
৯ / ১০
নিরাপদ অবতরণ!
ছবি: এরকো ব্যাডারম্যান/নিকন কমেডি ওয়াইল্ডলাইফ অ্যাওয়ার্ডস
১০ / ১০
সবুজ ব্যাঙের লড়াই।
ছবি: গ্রেসন বেল/নিকন কমেডি ওয়াইল্ডলাইফ অ্যাওয়ার্ডস