তিন দিনের প্রশিক্ষণটি কয়েকটি পর্বে সাজানো হয়েছিল। ভ্রমণ সমন্বয়কারী হিসেবে যোগাযোগ দক্ষতা, আয়োজন, দলবেঁধে বেড়াতে গিয়ে সংকটময় পরিস্থিতি মোকাবিলাসহ নানা বিষয়ে অভিজ্ঞরা প্রশিক্ষণ দেন। প্রশিক্ষণার্থী প্রিয়া সাহা বলছিলেন, ‘আমি ভ্রমণ করতে ভালোবাসি। গাইড হিসেবে কাজের সুযোগ পেলে ঘোরাঘুরির কাজটি আরও সহজ হবে। নিজেকে প্রস্তুত করার জন্য কর্মশালায় গাইডলাইন পেলাম।’
দেশের নারীদের ভ্রমণে আগ্রহী করার পাশাপাশি পর্যটনশিল্পে নারীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্য নিয়ে কাজ করছে ভ্রমণকন্যা। ‘ভ্রমণ সমন্বয়কারী’ তৈরির উদ্যোগ নারীদের সংগঠনটির তেমনই এক কর্মসূচি।