১৫ দিনে হিমালয়ের পাঁচটি পর্বতচূড়ায় উঠবেন বাংলাদেশের দুই অভিযাত্রী

হিমালয়ের পশ্চিম অংশের ছয় হাজার মিটারের পাঁচটি চূড়ায় আরোহণ করতে যাচ্ছেন বাংলাদেশি পর্বতারোহী সালেহীন আরশাদী ও ইমরান খান। উত্তর ভারতের লাদাখের মারখা উপত্যকায় শুরু হবে এই অভিযান। ৪ সেপ্টেম্বর ভারতের উদ্দেশে দেশ ছাড়বেন অভিযাত্রীরা। ৭ সেপ্টেম্বর বেসক্যাম্পের উদ্দেশে হাঁটা শুরু করবেন তাঁরা।

পর্বতারোহী সালেহীন আরশাদী
ছবি: সংগৃহীত

১৫ দিনের অভিযানে কাং ইয়াৎসে ২ (৬২৫০ মিটার), জো জংগো (৬২৫০ মিটার), জো জংগো-ইস্ট (৬২০০ মিটার), রিগিওনি মালাই রি ১ (৬০৮০ মিটার) ও রিগিওনি মালাই রি ২ (৬০০০ মিটার) নামের পাঁচটি চূড়া আরোহণের পরিকল্পনা করেছেন অভিযাত্রীরা। অভিযানটি সফল হলে পর্বতারোহণের নতুন জাতীয় রেকর্ড হবে।

পর্বতারোহী ইমরান খান
ছবি: সংগৃহীত

অভিযানটি আয়োজন করেছে পর্বতভিত্তিক অ্যাডভেঞ্চার প্ল্যাটফর্ম অদ্রি। পৃষ্ঠপোষকতা করছে ভ্রমণবিষয়ক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান গোযায়ান। প্রচার সহযোগী ‘দ্য ডেইলি স্টার’। অভিযানের সহযোগী হিসেবে আছে ট্রাভেলার্স অব বাংলাদেশ (টিওবি) ও অ্যাডভেঞ্চার ক্লাব দ্য কোয়েস্ট।

অদ্রির সিওও মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন, গোযায়ান এক্সপেডিশন লাদাখ নামের এই অভিযানের মূল উদ্দেশ্য পর্বতারোহণকে বাংলাদেশিদের মধ্যে জনপ্রিয় করে তোলা।