রাজধানীতে চলছে পাখির ছবির প্রদর্শনী
পেশায় স্নায়ুরোগ–বিশেষজ্ঞ আব্দুস এস আলিম একজন শখের আলোকচিত্রী। দেশ-বিদেশে বন্য প্রাণীর ছবি তোলেন। বিভিন্ন সময়ে তাঁর তোলা পাখির ছবি নিয়ে রাজধানীর গুলশানের এজ গ্যালারিতে আজ ২৪ ডিসেম্বর শুরু হয়েছে একক প্রদর্শনী। ‘দ্য উইংস অব ভাইব্র্যান্স’ নামের দুই দিনের প্রদর্শনীটি কাল রোববার রাত আটটা পর্যন্ত চলবে।
চিকিৎসক আব্দুস এস আলিম প্রকৃতির সংস্পর্শে আসেন শৈশবে। তাঁর বাবা বন বিভাগে চাকরি করতেন। বাবার বদলির চাকরির সুবাদে দেশের প্রত্যন্ত বনাঞ্চলে তাঁর পদচারণের সুযোগ হয়। সেই যে প্রকৃতির সঙ্গে বন্ধন, তা পরবর্তী সময়ে ক্যামেরা হাতে নিতে উৎসাহ জোগায় তাঁকে। বন্য প্রাণীর ছবি তুলতে অনেকবার সুন্দরবনে ভ্রমণ করেছেন। নতুন প্রজাতির পাখির সন্ধানে দেশ-বিদেশের গহিন অরণ্যে মাইলের পর মাইল হেঁটেছেন। রোদ-ঝড়-বৃষ্টিতে ক্যামোফ্লেজ নিয়ে ওত পেতে থেকেছেন সুন্দর একটি ছবির জন্য। শুধু ছবি তোলা নয়, পরিবেশ-প্রকৃতি সংরক্ষণ, পাখির আবাস রক্ষার আন্দোলনেও সোচ্চার আব্দুস এস আলিম।