দুই এভারেস্টজয়ীর আলোকচিত্র প্রদর্শনী ‘সাগর হতে শিখর’ শুরু হচ্ছে ১১ জুলাই

মই ব্যবহার করে ক্রিভাস পার হচ্ছেন এক পর্বতারোহীছবি: ইকরামুল হাসান

বাংলাদেশের পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল ও নেপালের তাশি গ্যালজেন শেরপার সাম্প্রতিক এভারেস্ট অভিযানের ছবি নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। রাজধানীর জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে তিন দিনের এই প্রদর্শনী শুরু হবে ১১ জুলাই, শুক্রবার।

দুই পর্বতারোহীর যৌথ প্রদর্শনীটির নাম ‘সাগর হতে শিখর’। বাংলাদেশ, ভারত ও নেপালের সমতল ও পাহাড়ি জীবন, হিমালয়ের নিসর্গ ও পর্বত অভিযানের ১১৫টি ছবি নিয়েই প্রদর্শনীটি। এর মধ্যে তাশি গ্যালজেন শেরপার তোলা ১৬টি ছাড়া বাকি ছবিগুলো শাকিলের তোলা। প্রদর্শনীটি ১১ জুলাই বেলা সাড়ে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা এবং ১২ ও ১৩ জুলাই বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

আলোকচিত্র প্রদর্শনীর পোস্টার
ছবি: ইকরামুল হাসানের সৌজন্যে

এ উপলক্ষে ১১ জুলাই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইকরামুল হাসান শাকিল প্রথম আলোকে বলেন, বাংলাদেশে নেপালি দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ললিতা সিলওয়াল প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীটি উদ্বোধন করবেন। এভারেস্টজয়ী এম এ মুহিতের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অতিথি থাকবেন অ্যান্টার্কটিকা ও সুমেরু অভিযাত্রী ইনাম আল হক, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু এবং ইউএনডিপির হেড অব কমিউনিকেশনস মো. আব্দুল কাইয়ূম।

কক্সবাজার সমুদ্রসৈকত থেকে ১ হাজার ৩৭২ কিলোমিটার হেঁটে গিয়ে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টে আরোহণ করেন ইকরামুল হাসান শাকিল। তাঁর অভিযানের নাম ‘সি টু সামিট’। অভিযানে ইকরামুল হাসান শাকিলের গাইড ছিলেন তাশি গ্যালজেন শেরপা। গ্যালজেন এ বছর এভারেস্ট অভিযানের মৌসুমে মাত্র ১৫ দিনে চারবার এভারেস্ট শিখর আরোহণ করে বিশ্ব রেকর্ড করেন। দুজনের অভিযানের নানা চ্যালেঞ্জ ও সফলতার গল্প নিয়েই প্রদর্শনীটি।

আরও পড়ুন