এই দলের ভ্রমণকারীরা আ্যাডভেঞ্চার পছন্দ করেন
ছবি: সংগৃহীত

ভাসমান পর্যটক

এই দলের ভ্রমণকারীরা লোকালয়ে থাকতে পছন্দ করেন। তবে হোটেলের চার দেয়ালে নিজেদের বন্দী করতে চান না। আ্যাডভেঞ্চার পছন্দ করেন। নিজেদের ভ্রমণ কেমন হবে, নিজেরাই নির্ধারণ করেন। এ ধরনের ভ্রমণকারীরা অপরিচিত বা নতুন জায়গায় খেতে বা কেনাকাটা করতে পছন্দ করেন।

আরও পড়ুন

একা ভ্রমণে বেরোনোর আগে যা জানা দরকার

এ ধরনের পর্যটকেরা নতুনত্ব খোঁজেন, স্বাধীনভাবে ঘুরতে পছন্দ করেন
ছবি: প্রথম আলো

অনুসন্ধানী পর্যটক

এ ধরনের পর্যটকেরা অনেকটা ভাসমানের মতোই। নতুনত্ব খোঁজেন, স্বাধীনভাবে ঘুরতে পছন্দ করেন। সে দেশের সাংস্কৃতিক অভিজ্ঞতাগুলোও উপভোগ করতে চান। তবে দিন শেষে তাঁরা হোটেলের বালিশে মাথা রেখে ঘুমাতে পছন্দ করেন। এ ধরনের পর্যটকেরা সাধারণত স্থানীয় খাবার খান, স্থানীয় দোকানে কেনাকাটা করেন। তবে পছন্দের পরিচিত খাবারের দোকান পেলে সেখানে গিয়েও এক বেলা পেট পুরে খেয়ে নেন।

এ ধরনের পর্যটকেরা একা একা ঘুরতে পছন্দ করেন
ছবি: প্রথম আলো

স্বতন্ত্র গণপর্যটক

এই পর্যটকেরা পরিচিত জিনিস খুঁজে বেড়ান। এ ধরনের পর্যটক পরিচিত খাবার চান, চেনা ভাষায় যোগাযোগ করতে স্বচ্ছন্দ্য বোধ করেন। যে ধরনের বাসস্থানের সঙ্গে পরিচিত, সেগুলোতে থাকতে চান। ভ্রমণের সময় স্থানীয় ট্যুর গাইড ব্যবহার করেন। তবে এ ধরনের ভ্রমণকারীরা দলগতভাবে ভ্রমণ করার চেয়ে একা একা ঘুরতে পছন্দ করেন।

এই পর্যটকেরা পরিচিতদের নিয়ে দলগতভাবে ভ্রমণ করেন
ছবি: প্রথম আলো

সংগঠিত গণপর্যটক

এই পর্যটকেরাও পরিচিতদের খোঁজেন। এ ধরনের পর্যটকেরা প্রতিবারই নতুনত্বের চেয়ে পরিচিত জায়গা বা জিনিস খোঁজেন এবং দলগতভাবে ভ্রমণ করেন। এ ধরনের ভ্রমণকারীদের একটি ভ্রমণপথের পরিকল্পনা থাকে, তাঁরা সেটাই অনুসরণ করেন।

আরও পড়ুন

নেপালে বাঞ্জি লাফ দিতে চাইলে তথ্যগুলো জেনে রাখতে পারেন