৭ ছবিতে দেখুন এই সময়ের সুন্দরবন

জীববৈচিত্র্য রক্ষা, বন্য প্রাণী ও মাছের প্রজনন মৌসুম হওয়ায় জুন থেকে আগস্ট মাসের শেষ পর্যন্ত সুন্দরবনে প্রবেশ বন্ধ রাখে বন বিভাগ। এবারও তিন মাস বন্ধ থাকার পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দরজা খুলে দেওয়া হয়েছে। বন বিভাগের অনুমতি নিয়ে সেদিন থেকেই বনে যাওয়া শুরু করেছেন পর্যটক, মৎস্যজীবী ও বনজীবীরা। ১০ সেপ্টেম্বর খুলনার কয়রা থেকে জেলেদের সঙ্গে সুন্দরবন ঘুরে এসেছেন ইমতিয়াজ উদ্দীন। তাঁর তোলা সাত ছবিতে দেখুন এই সময়ের সুন্দরবন।

১ / ৭
প্রবেশ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর সুন্দরবনে মাছ ধরতে এসেছেন জেলেরা
ছবি: ইমতিয়াজ উদ্দীন
আরও পড়ুন
২ / ৭
মাছ ধরতে বনের এক খাল থেকে অন্য খালে ছুটে বেড়ান জেলেরা
ছবি: ইমতিয়াজ উদ্দীন
আরও পড়ুন
৩ / ৭
জোয়ার আসার অপেক্ষায় জেলে নৌকায় চলছে রান্নাবান্না
ছবি: ইমতিয়াজ উদ্দীন
৪ / ৭
মানুষের আনাগোনা টের পেয়ে সতর্ক হরিণ
ছবি: ইমতিয়াজ উদ্দীন
৫ / ৭
খালে মাছ ধরায় ব্যস্ত জেলেরা
ছবি: ইমতিয়াজ উদ্দীন
৬ / ৭
ভাবখানা এমন—আমার তল্লাটে এসে বিরক্ত করছ কেন!
ছবি: ইমতিয়াজ উদ্দীন
৭ / ৭
গোলবনের সুন্দরী হাঁস
ছবি: ইমতিয়াজ উদ্দীন