ছুটিতে জাফলংয়ের জলধারায়

সিলেটের গোয়াইনঘাটে প্রকৃতিকন্যাখ্যাত জাফলংয়ে দুই পাহাড়ের মধ্য দিয়ে বয়ে বয়ে চলেছে স্বচ্ছ জলরাশি। সবুজ পাহাড়ের পাদদেশের পিয়াইন নদে ছড়িয়ে ছিটিয়ে আছে ছোট-বড় পাথর। কোথাও হাঁটুজল, কোথাও অথই। পাহাড়ের পাথুরে বুক চিরে বেরিয়ে এসেছ ‘মায়াবী ঝরনা’। সবুজ পাহাড়ঘেরা এ জাফলংয়ে বেড়াতে আসেন পর্যটকেরা। এবারের ঈদের ছুটিতেও ঢল নেমেছে মানুষের। দেশের বিভিন্ন জেলা থেকে ভ্রমণপিপাসু মানুষ ভিড় করছেন এখানে। প্রাকৃতিক নৈসর্গের এই লীলাভূমির ছবিগুলো ঈদের দ্বিতীয় দিন বৃহস্পতিবারের।
১ / ৭
প্রাকৃতিক সৌন্দর্য এখানে স্থির হয়ে আছে যেন।
প্রাকৃতিক সৌন্দর্য এখানে স্থির হয়ে আছে যেন।
২ / ৭
পিয়ান নদের তীরে ভ্রমণপিপাসুদের ভিড়।
পিয়ান নদের তীরে ভ্রমণপিপাসুদের ভিড়।
৩ / ৭
পিয়ান নদীর শীতল পানি পর্যটকদের স্বস্তি দিয়েছে।
পিয়ান নদীর শীতল পানি পর্যটকদের স্বস্তি দিয়েছে।
৪ / ৭
জাফলংয়ের সৌন্দর্য দেখতে এসে ছবি তোলা হবে না, তা কি হয়!
জাফলংয়ের সৌন্দর্য দেখতে এসে ছবি তোলা হবে না, তা কি হয়!
৫ / ৭
জাফলং মানেই যেন পাহাড়-নদীর মেলবন্ধন।
জাফলং মানেই যেন পাহাড়-নদীর মেলবন্ধন।
৬ / ৭
দূরদূরান্ত থেকে মানুষ আসছে। ছবি তোলার মাধ্যমে স্মৃতি ধরে রাখতে চান সবাই।
দূরদূরান্ত থেকে মানুষ আসছে। ছবি তোলার মাধ্যমে স্মৃতি ধরে রাখতে চান সবাই।
৭ / ৭
বিশাল বলের পেটে একজন!
বিশাল বলের পেটে একজন!