নর্থ সাউথে প্রকৌশলী ও প্রকৌশলের শিক্ষার্থীদের সম্মেলন

‘স্টুডেন্ট প্রফেশনাল অ্যাওয়ারনেস কনফারেন্স’ বা সংক্ষেপে এসপিএসি নামের এই সম্মেলন অনুষ্ঠিত হলো ২৪ ডিসেম্বর
ছবি: সংগৃহীত

আইইইই (ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ার্স) হলো প্রকৌশলীদের একটি আন্তর্জাতিক সংগঠন। বিশ্বের নানা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আইইইই সক্রিয় আছে। সম্প্রতি নর্থ সাউথ ইউনিভার্সিটি আইইইই একটি সম্মেলন আয়োজন করেছে। ‘স্টুডেন্ট প্রফেশনাল অ্যাওয়ারনেস কনফারেন্স’ বা সংক্ষেপে এসপিএসি নামের এই সম্মেলন অনুষ্ঠিত হলো ২৪ ডিসেম্বর।

আরও পড়ুন
প্রকৌশল খাতের পেশাদার ব্যক্তি ও শিক্ষাবিদেরা এক হয়েছিলেন এই সুযোগে
ছবি: সংগৃহীত

পেশাদার পরিবেশে নেটওয়ার্কিং করার একটি বড় সুযোগ করে দিয়েছিল এই সম্মেলন। প্রকৌশল খাতের পেশাদার ব্যক্তি ও শিক্ষাবিদেরা এক হয়েছিলেন এই সুযোগে। আয়োজনের মূল লক্ষ্যই ছিল শিক্ষার্থী ও তাঁদের পেশার পরিবেশের মধ্যে দূরত্ব দূর করা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইইইই উইমেন ইন ইঞ্জিনিয়ারিং–এর চেয়ার সেলিয়া শাহনাজ, নর্থ সাউথ ইউনিভার্সিটির উপ–উপাচার্য এম ইসমাইল হোসেন, ইলেকট্রনিকস ও কম্পিউটার প্রকৌশল বিভাগের চেয়ারম্যান রাজেশ পালিত, সহযোগী অধ্যাপক লামিয়া ইফতেখার, জ্যেষ্ঠ প্রভাষক আসফিয়া বিনতে হাবিবসহ শিক্ষক, শিক্ষার্থী ও পেশাজীবীরা।

দিনব্যাপী আয়োজনে আইইইই বাংলাদেশ ও নর্থ সাউথ ইউনিভার্সিটির পক্ষ থেকে ৭ জন বক্তব্য রেখেছেন। তাঁরা নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেছেন, পরামর্শ দিয়েছেন। প্রায় ২৭০ জন শিক্ষার্থী অধিবেশনটিতে অংশ নেন। আয়োজনটিতে সহযোগী হিসেবে ছিল প্রথম আলো।