মা দিবস উপলক্ষে দুই ফ্যাশন হাউসের আয়োজন
প্রতিবছর মে মাসের দ্বিতীয় রোববারটিকে মা দিবস হিসেবে পালন করে বিশ্ববাসী। সে হিসেবে আগামী রোববার মা দিবস। মাকে মনে করে এই বিশেষ দিনে অনেকেই নানা কিছু করেন। কেউ মাকে উপহার কিনে দেন, কেউ আবার মায়ের পছন্দের খাবার খাওয়াতে নিয়ে যান। মায়ের সঙ্গে পুরো দিন কাটাতে চেষ্টা করেন কেউ কেউ। মা দিবস উপলক্ষে এবার দুই রকম দুটি উদ্যোগ নিয়েছে দেশি দুটি ফ্যাশন হাউস।
লা রিভ
সারাক্ষণ মায়ের কাছে থেকেও অনেক সন্তানই মুখ ফুটে মাকে ভালোবাসার কথা বলতে পারে না। সেসব ভেবেই মাকে নিয়ে লেখা আহ্বান করেছে ফ্যাশন হাউস লা রিভ। ১৫০ থেকে ৩০০ শব্দের মধ্যে মাকে নিয়ে নিজের অনুভূতি লিখে তাঁর সঙ্গে পাঠাতে হবে মায়ের সঙ্গে তোলা ছবি। বাছাই করা লেখাকে পুরস্কৃত করবে লা রিভ। সেরা লেখকের মাকে দেওয়া হবে উপহার। লেখা ও ছবি পাঠানোর শেষ দিন ১৪ মে ২০২৩। ঠিকানা: [email protected]
ক্লাবহাউস
মা দিবস উপলক্ষে বিশেষ গিফট বক্স তৈরি করেছে ক্লাবহাউস। মায়েদের জন্য বেশ কয়েকটি নকশার পোশাক ও জুতায় বিশেষ ছাড় দিয়েছে তারা। সেই সঙ্গে সেসব পোশাক একটি বিশেষ বক্সে ভরে সঙ্গে একটি সুন্দর কার্ডসহ মাকে উপহার দিতে পারেন যে–কেউ। ক্লাবহাউসের শোরুম ছাড়াও অনলাইনে পোশাকগুলো মিলবে। মা দিবসের বিশেষ পোশাকগুলো দেখতে পাবেন এখানে: https://klubhaus.com.bd/collections/gift-box