আর্জেন্টিনা-ভক্ত তারকাদের চিনে নিন

১ / ১৭
বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন তারকা মেহজাবীনের ভক্তরা জানেন, তিনি আর্জেন্টিনার ‘ডাই-হার্ট’ ফ্যান। ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘কী দুর্দান্ত ফাইনাল! এখন থেকেই পরের বিশ্বকাপের জন্য অপেক্ষা করছি।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১৭
বলিউড তারকা দীপিকা পাড়ুকোন আর রণবীর সিং স্টেডিয়ামে বসে দেখেছেন ফাইনাল। মেসির গোলের পর তাঁদের উচ্ছ্বাসের ভিডিও ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১৭
কাকার সঙ্গে সেলফি তুলতে ভোলেননি রণবীর সিং
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১৭
বলিউড তারকা রণবীর কাপুরকে তাঁর ভক্তরা মেসিভক্ত হিসেবে জানেন। রণবীরের সংগ্রহে আছে মেসির স্বাক্ষর করা আর্জেন্টিনার জার্সি। পুরোনো এই ছবিই আবার নতুন করে উঠে এসেছে সামাজিক যেগাযোগমাধ্যমের ট্রেন্ডে। মেসির হাতে বিশ্বকাপ ওঠায় সদ্য বাবা হওয়া এই তারকা নিশ্চয়ই ব্যাপক খুশি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১৭
ছেলে রণবীর থাদানিকে নিয়ে গ্যারারিতে বসে ফাইনাল উপভোগ করেছেন বলিউড তারকা রাভিনা ট্যান্ডন। ছেলে মেসির মহাভক্ত বলেও জানিয়েছেন তিনি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১৭
বাংলাদেশি তারকা মাসুমা নাবিলা ছবিটি পোস্ট করেছেন। তাঁর স্বামী জোবায়দুল হক ও কন্যা মালহার—দুজনই আর্জেন্টিনার সমর্থক
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১৭
বাংলাদেশের লাক্স তারকা নাদিয়া আফরিন মিমও ছিলেন আর্জেন্টিনার সমর্থনে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১৭
বলিউড তারকা নিল নীতিন মুকেশ এই ছবি শেয়ার করে লিখেছেন, ‘বিজয়ের চেহারা ঠিক এ রকম।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১৭
বাংলাদেশি বিউটি উদ্যোক্তা ও বিউটি পারলার উইমেনস ওয়ার্ল্ডের পরিচালক ফারনাজ আলম প্রকাশ করেছেন এই ছবি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১৭
বাংলাদেশি মডেল ও অভিনেত্রী তানজিয়া মিথিলাও আর্জেন্টিনার সমর্থক
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১১ / ১৭
বাংলাদেশি অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা আর্জেন্টিনার বিজয়ে প্রকাশ করেছেন উচ্ছ্বাস
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১২ / ১৭
বাংলাদেশি চলচ্চিত্র তারকা ববি হক আর্জেন্টিনার বিজয়ে প্রকাশ করেছেন উচ্ছ্বাস
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৩ / ১৭
মেক্সিকান-মার্কিন হলিউড তারকা সালমা হায়েক মেসির জন্য আনন্দিত, আবার এমবাপ্পের জন্য তাঁর হৃদয় পুড়ছে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৪ / ১৭
কাতারে স্টেডিয়ামে বসেই মেসিকে কাপ উঁচিয়ে ধরতে দেখেছেন ভারতীয় ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রা। বেশ কয়েকটা ভিডিও আর ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘বিশ্ব ফুটবলে এর চেয়ে সুন্দর কিছু আর হয় না।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৫ / ১৭
ভারতীয় বাঙালি অভিনেত্রী পাউলি দাম লিখেছেন, এটিই ছিল বিশ্বকাপের ইতিহাসের সেরা ফাইনাল
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৬ / ১৭
এদিকে ঢালিউড তারকা জান্নাতুল ফেরদৌস ঐশী আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে কীভাবে যে নিজের খুশি ভাগ করে নেবেন ভক্তদের সঙ্গে, তা বুঝতেই পারছেন না
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৭ / ১৭
ছেলেকে নিয়ে বিশ্বকাপ ফাইনাল দেখেছেন ব্রিটিশ ফুটবলার ও ফ্যাশন আইকন ডেভিড বেকহাম
ছবি: ইনস্টাগ্রাম থেকে