বিশ্বের দীর্ঘতম বজ্রপাত কত কিলোমিটার এলাকাজুড়ে হয়েছিল, জানেন
যুক্তরাষ্ট্রে সংঘটিত একটি বজ্রপাতকে বিশ্বের দীর্ঘতম বজ্রপাতের স্বীকৃতি দিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)। ২০১৭ সালের ২২ অক্টোবর টেক্সাসের পূর্বাঞ্চল থেকে মিজৌরির কানসাস সিটির কাছাকাছি পর্যন্ত ৮২৯ কিলোমিটার (৫১৫ মাইল) হয়েছিল এই বজ্রপাত।
সর্বোচ্চ দৈর্ঘ্যের বজ্রপাতের আগের রেকর্ড ছিল ৭৬৮ কিলোমিটার। যুক্তরাষ্ট্রের এই ‘মহা সমতল’ অঞ্চলেই যা ২০২০ সালের ২৯ এপ্রিল রেকর্ড করা হয়েছিল। এই অঞ্চল বজ্রঝড়ের জন্য সুপরিচিত।
বিশ্ব আবহাওয়া সংস্থা জানিয়েছে, বজ্রপাতের এ রকম ব্যাপ্তি সাধারণত খালি চোখে দেখা বা সাধারণ যন্ত্রে ধরা পড়ে না। প্রযুক্তির উন্নয়নের ফলে এমন ব্যতিক্রমী বজ্রপাত চিহ্নিত করা এখন অনেক সহজ হয়েছে।
মহাকাশভিত্তিক ম্যাপিং প্রযুক্তির অগ্রগতির ফলে ২০১৬ সাল থেকে এত দীর্ঘ বজ্রপাত শনাক্ত করা সম্ভব হচ্ছে। এই প্রযুক্তির কল্যাণে আগে যা চোখ এড়িয়ে যেত, এখন তা স্যাটেলাইটের মাধ্যমে নির্ভুলভাবে পরিমাপ করা যাচ্ছে। নতুন রেকর্ড গড়া বজ্রপাতটি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের (এনওএএ) সর্বসাম্প্রতিক ভূ-স্থির উপগ্রহ প্রযুক্তির মাধ্যমে নথিভুক্ত প্রথম বজ্রপাতগুলোর একটি ছিল।
প্রযুক্তির অগ্রগতির ফলে সবচেয়ে দীর্ঘস্থায়ী বজ্রপাতও এখন শনাক্ত করা যাচ্ছে। ২০২০ সালের ১৮ জুন উরুগুয়ে ও উত্তর আর্জেন্টিনার আকাশে এক বজ্রপাত ১৭ দশমিক ১ সেকেন্ড ধরে চলেছিল, যা এখন পর্যন্ত বিশ্বের দীর্ঘস্থায়ী বজ্রপাত হিসেবে রেকর্ডভুক্ত।
সূত্র: দ্য গার্ডিয়ান