মনের বাক্সে কী লিখলেন এক পাঠক

এই বিভাগে পাঠক তার মনের কথা লিখে পাঠান। পাঠকের সুখ–দুঃখ, হাসি–আনন্দ, পছন্দ, ভালোলাগা কিংবা কষ্টের কথা শুনতে চায় মনের বাক্স। তেমনই একটি লেখা প্রকাশ করা হলো এখানে।

মনের বাক্স

আইন পড়ছি, আমার জন্য দোয়া করবেন

মাস্টার্স পড়ার দিনগুলোই আমার জীবনে সবচেয়ে স্মরণীয়। তার পর থেকে ২০২১ সাল পর্যন্ত জীবনসংসার ও পরিবার নিয়ে অনেক সমস্যার ভেতর দিয়ে গেছি। এ সময় আমার গর্ভে ছিল আমার মেজ ছেলে। এই অবস্থার মধ্যেও সংসার-বাজার সব নিজেকেই সামলাতে হয়েছে। স্বামীর কাছে রাতে অনেক মার খেয়েছি, আবার সকালে পরীক্ষা দিতে গিয়েছি। মাতাল স্বামীর সঙ্গে সংসার করার অনেক কষ্ট। যাক, এত কষ্ট করেও ভালো রেজাল্ট করেছি। এসএসসির রেজাল্টের জন্য মানুষ যেমন ব্যাকুল থাকে, আমি ঠিক তেমনই ছিলাম। সবার বাসায় মিষ্টি দিয়েছিলাম। আমি যে মাসির বাসায় ভাড়া থাকতাম, সেখানেও দিয়েছিলাম, কিন্তু তিনি খাননি। প্রায় তিন দিন পর আমার বাসায় ফেরত পাঠিয়েছিলেন মিষ্টি। তিনি আমাকে একটু কম পছন্দ করতেন, তবে কারণটা আমি জানি না। শুধু মনে আছে, তিনি চেয়েছিলেন, তাঁর কথামতো আমি যেন কলেজ–বিশ্ববিদ্যালয়ে না পড়ি। আমি প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। এরপর তো আমার ছেলে হলো। আমি সব ভুলে গেলাম। এখন আমি আইন পড়ছি, আমার জন্য দোয়া করবেন।

নাম প্রকাশে অনিচ্ছুক

গেন্ডারিয়া

লেখা পাঠানোর ঠিকানা

অধুনা, প্রথম আলো, প্রগতি ইনস্যুরেন্স ভবন, ২০–২১ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।

ই-মেইল: [email protected], ফেসবুক: facebook.com/adhuna.PA খামের ওপর ও ই-মেইলের subject–এ লিখুন ‘মনের বাক্স’