ইস্তিরির যত্ন নেবেন যেভাবে

নিজেকে সুন্দরভাবে প্রকাশ করতে পরিধানের পোশাকটি হতে হবে পরিপাটি। নিয়মিত অফিসে যাওয়াই হোক, কিংবা বিয়ে বাড়ি বা বন্ধুদের সঙ্গে দাওয়াত; পোশাকটি হওয়া চাই ধোপদুরস্ত। ভালো করে ইস্তিরি করা পোশাক পরলে আত্মবিশ্বাস বেড়ে যায় অনেকখানি, জানান আকিজ কলেজ অব হোম ইকোনমিকসের সম্পদ ব্যবস্থাপনা ও এন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগের সহকারী অধ্যাপক সুমাইয়া হোসাইন। কাজটি করতে যে জিনিস সহায়তা করে, সেই ইস্তিরিরও সঠিক যত্নের প্রয়োজন।

ইস্তিরি পরিষ্কার করা খুব কঠিন কোনো কাজ নয়
ছবি: প্রথম আলো

ইস্তিরির যত্ন নেবেন যেভাবে

কাপড় ইস্তিরি করার আগে প্রথম যে বিষয়ের দিকে খেয়াল রাখতে হয় তা হলো, সুতি, সিল্ক, জর্জেট, লিনেন; অর্থাৎ কোন ধরনের কাপড় ইস্তিরি করা হবে। ইস্তিরির তাপমাত্রা সেই অনুযায়ী ঠিক করে নিতে হবে। সিল্ক ও সিনথেটিক কাপড় নিম্ন ও মাঝারি তাপমাত্রায় (প্রায় ৩৫০ ফারেনহাইট), পশমি কাপড় মাঝারি থেকে উচ্চ তাপমাত্রায় এবং সুতি কাপড় উচ্চ তাপমাত্রায় ৪০০ থেকে ৪২৫ ফারেনহাইটে ইস্তিরি করা ভালো।

কাপড় ইস্তিরির সময় যন্ত্রের ভেতর বাষ্প তৈরির জন্য পানি ব্যবহার করলে কাজ শেষ হয়ে যাওয়ার পরপরই বেঁচে যাওয়া পানি ঢেলে ফেলে দিতে হবে। না হলে যন্ত্রের ভেতরে পানির আয়রন জমে জমে যন্ত্রটি বিকল হয়ে যেতে পারে। এই আশঙ্কা এড়াতে ফিল্টার করা পানি বা বৃষ্টির পানি ব্যবহার করতে পারেন।

যন্ত্রের ভেতরের পানি দানাদার পাথরের মতো হয়ে গেলে বৈদ্যুতিক লাইন খুলে, খানিকটা সাদা ভিনেগার ঢেলে কিছু সময় রেখে সাধারণ পানি দিয়ে পরিষ্কার করে নিন। ভালোমতো শুকিয়ে নিতে হবে, যাতে পরবর্তী ব্যবহারের আগে এটি শুষ্ক থাকে।

কাপড় ইস্তিরি করার কারণে সোল প্লেটে অনেক সময় পোড়া দাগ জমে কালো হয়ে যায়। এমন হলে কাপড়ে ভিনেগার নিয়ে ঘষে ঘষে মুছে নিতে হবে বা গরম পানিতে বেকিং সোডা মিশিয়ে স্ক্রাব বানিয়ে এটি দিয়ে পোড়াভাব ঘষে তুলে ফেলতে হবে।

কাপড় ইস্তিরির সময় ঠিকমতো বাষ্প বের না হলে বা গরম না হলে আয়রন প্লেটের গায়ে যেসব ছিদ্র থাকে, দেখতে হবে সেগুলো বন্ধ হয়ে গিয়েছে কি না। বন্ধ হয়ে থাকলে একটি ক্লিপ বা অন্য কিছু নিয়ে সাবধানে খুঁচিয়ে পোর্ট বা ছিদ্রের মুখগুলো পরিষ্কার করে নিতে হবে।

কাপড় অনুযাযী ইস্তিরির তাপমাত্রা অনুযায়ী ঠিক করে নিতে হবে
ছবি: প্রথম আলো

প্রতিনিয়ত ব্যবহারের কারণে ইস্তিরি আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায় অথবা তাতে মরচে পড়ে যায়। এমন হলে আয়রনের ধাতব অংশে আলতো করে টুথপেস্ট লাগিয়ে ধীরে ধীরে ঘষতে থাকুন।

আবার অনেক সময় ইস্তিরিতে দাগ লেগে যায়, এমন অবস্থায় সর্বোচ্চ তাপমাত্রায় দিয়ে একটি কাপড়ের ওপর লবণ রেখে ঘষতে থাকুন। দেখবেন সব দাগ উঠে যাবে।

পানির সঙ্গে ডিটারজেন্ট মিশিয়ে ফেনা তুলুন। এরপর একটি নরম কাপড় এই দ্রবণে ভিজিয়ে প্লাস্টিকের অংশসহ সম্পূর্ণ ইস্তিরি ভালোভাবে পরিষ্কার করুন। ইস্তিরির মধ্যে লেগে থাকা গন্ধ দূর করতে এই ‍মিশ্রণে ভিনেগার ব্যবহার করতে পারেন। ভিনেগারে তুলা ডুবিয়ে আস্তে আস্তে ঘষে তুলে ফেলুন।

নেইলপলিশ রিমুভার দিয়ে ঘষলেও ইস্তিরির কালো দাগ উঠে যাবে।

ইস্তিরি করার জন্য সব সময় বিশুদ্ধ পানি ব্যবহার করাই ভালো। অধিক আয়রন বা অন্য খনিজযুক্ত পানির দাগ কাপড়ের গায়েও বসে যেতে পারে। তা ছাড়া এই পানি ইস্তিরিরও ক্ষতি করতে পারে। এমনকি বাষ্প হওয়ার ছিদ্রও বন্ধ করে দিতে পারে।