কমিক কন ৩৬৫–এর আসর বসছে ৩ ফেব্রুয়ারি

কমিক কন ৩৬৫ আয়োজিত হতে যাচ্ছে ফেব্রুয়ারির ৩ তারিখে
ছবি: কমিক কন ৩৬৫

কমিক বইয়ের প্রিয় চরিত্রগুলো যদি আপনার সামনে এসে ঘুরে বেড়ায়, তাহলে কেমন হবে? যারা বয়সে ছোট, তারা নিশ্চয়ই অবাক হবে, খুশি হবে; ভাববে, এ তো স্বপ্নের দুনিয়া, ভেতরে ঢুকলেই দেখা হয়ে যাবে পরিচিত চরিত্রগুলোর সঙ্গে। ঠিক এমনটা ঘটতে যাচ্ছে আবারও। আগামী ৩ ফেব্রুয়ারি বসছে কমিক উৎসব ‘কমিক কন ৩৬৫: কমিকস এভরিডে’। আয়োজক ইভেন্ট ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ইভেন্ট বক্স। রাজধানীর যমুনা ফিউচার পার্কের ষষ্ঠতলায় বেলা ১১টায় এই উৎসব শুরু হবে, চলবে রাত ৯টা পর্যন্ত।

এক দিনব্যাপী কমিক কনের এই আয়োজনে থাকবে কসপ্লে। কিশোর–তরুণদের কাছে কসপ্লে দারুণ জনপ্রিয়। কসপ্লে মানে কস্টিউম প্লে, সহজ কথায় অনেকটা ‘যেমন খুশি তেমন সাজো’। আর যিনি এই শিল্পের চর্চা করেন, তিনিই কসপ্লেয়ার। কসপ্লেয়ারদের কখনো দেখা যায় গোয়েন্দা শার্লক হোমস সেজে হ্যারি পটারকে পরামর্শ দিতে, ব্যাটম্যানকে দেখা যায় ‘ম্যাট্রিক্স’ সিনেমার নিওর সঙ্গে আড্ডা দিতে। ডিজনির প্রিন্সেস এলসা আর অ্যানিমে চরিত্র নারুতোকেও দেখা যায় সেলফি তুলতে! ছোটবেলায় যিনি ভাবতেন, স্পাইডারম্যান হবেন, বড় হয়ে কসপ্লেয়ার হয়ে সেই সাধ মেটান এই কসপ্লেতে।

আয়োজকেরা বলছেন, পপ–সংস্কৃতির জাদু দেখানো হবে এই উৎসবে। থাকবে কস্টিউম প্লে, কস্টিউম প্লে ফটোগ্রাফি, মিম, বাংলা কমিক কস্টিউম প্লে, আর্ট, ফেস আর্ট প্রতিযোগিতা, ব্যান্ড পারফরম্যান্স, বিট বক্সিং, ডিজে, আলোক প্রদর্শনী, হিপহপ ও কে–পপ নাচের পারফরম্যান্স এবং ভিআর (ভার্চ্যুয়াল রিয়েলিটি) গেমস। এর সঙ্গে থাকবে বিভিন্ন পণ্যের স্টল।

ব্যান্ড সুইসাইডাল পাম্পকিন ও ইমপ্লিসিটের পারফরম্যান্সের সঙ্গে থাকবে নাচিয়ে দল নৃত্যছায়ার নাচ। বিটবক্সিং পারফর্ম করবেন কোক স্টুডিওর জাদ্রো, গ্লিজমো ও ইনভ্যালিড। থাকবেন ডিজে রিজওয়ান। উৎসবের টিকিট মূল্য ৪০০ টাকা।