এই ১০ ভুল জীবনে আর নয়

সমস্যা থেকে পালিয়ে বেড়ানো কখনোই সমস্যার সমাধান হতে পারে না (প্রতীকী ছবি)ছবি: পেক্সেলস ডটকম
জীবন মানে প্রতিনিয়ত ভুল থেকে শিক্ষা নিয়ে সংশোধন করা, এগিয়ে যাওয়া। জীবন আমাদের বারবার ভুল শোধরানোর সুযোগ দেয়। কিন্তু ‘টাইম মেশিনে’ পেছনে ফিরে গিয়ে সেই ভুল মুছে ফেলার সুযোগ দেয় না। আমেরিকান লেখক ও রাজনীতিবিদ মারিয়া রবিনসন তাই বলেন, ‘কেউই পেছনে ফিরে নতুন করে শুরু করতে পারে না, তবে যে কেউ চাইলে এখন, এই মুহূর্ত থেকেই নতুন করে শুরু করে সুন্দর সমাপ্তি পেতে পারে।’ চলুন জেনে নিই জীবনকে নতুন করে শুরু করার আগে কোন ব্যাপারগুলো থেকে বেরিয়ে আসা উচিত।

১. ভুল মানুষের সঙ্গ আর নয়

জীবনে সুখের ভাগ বসানোর জন্য আপনার চারপাশে মানুষের অভাব নেই। তবে কেউ আপনাকে তাঁর জীবনের অংশ বানাতে চাইলে সে নিজ থেকেই আপনাকে গুরুত্ব দেবে। কারও জীবনে জায়গা পেতে কখনোই জোরাজুরি করবেন না। আপনাকে গুরুত্ব দেয় না বা কম গুরুত্ব দেয়, এমন মানুষের মনোযোগ আকর্ষণের চেষ্টা করা থেকে বিরত থাকুন। যে আপনাকে গুরুত্ব দেয়, আপনিও তাঁকে গুরুত্ব দিন। আর দুধের মাছির অর্থাৎ সুসময়ের বন্ধুদের ত্যাগ করুন। মনে রাখবেন, বন্ধু চেনা যায় বিপদে।

২. সমস্যা থেকে পালিয়ে কোথায় যাবেন?

সমস্যা থেকে পালিয়ে বেড়ানো কখনোই সমস্যার সমাধান হতে পারে না। হতে পারে কোনো সমস্যার হয়তো তাৎক্ষণিক সমাধান পাওয়া যাচ্ছে না। তাই সমাধান হওয়ার আগপর্যন্ত সমস্যার মোকাবিলা করুন। সময় ও ধৈর্য নিয়ে সমাধান খুঁজে বের করুন।

৩. নিজের সঙ্গে মিথ্যা নয়

নিজের কাছে সৎ হওয়ার মধ্যে বিশেষ তৃপ্তি আছে। এই তৃপ্তি থেকে নিজেকে বঞ্চিত করবেন না। অন্যকে সাহায্য করুন। তবে কারও প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে ভুলে যাবেন না আপনিও গুরুত্বপূর্ণ। নিজের কাছে গুরুত্ব আছে, এমন ব্যাপারগুলোকে প্রাধান্য দেওয়ার এখনই সময়।

অতীতকে আঁকড়ে ধরে সুন্দর আগামীকে নষ্ট করবেন না। মানুষ ভুল করবে, এটাই স্বাভাবিক
ছবি: পেক্সেলস ডটকম

৪. অন্যের অন্ধ অনুকরণ কেন?

আমাদের জীবনের বেশির ভাগ সময় অতিবাহিত হয় অন্যের সঙ্গে নিজেকে পরিমাপ আর অনুকরণ করতে করতে। এটা করতে গিয়ে অনেক সময় আমরা নিজের সত্তাকেও ভুলে যাই। অন্যজন আপনার চেয়ে বেশি তরুণ, বেশি স্মার্ট কিংবা বেশি সুদর্শন হতে পারে। তাদের অনুকরণ করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলবেন না। আপনি যেমন, তেমনভাবেই নিজেকে ভালোবাসুন। দেখবেন অন্যরাও আপনাকে ভালোবাসছে।

৫. অতীতকে আঁকড়ে সময় নষ্ট

অতীতকে আঁকড়ে ধরে সুন্দর আগামীকে নষ্ট করবেন না। মানুষ ভুল করবে, এটাই স্বাভাবিক। অতীতের ভুলগুলোকে শিক্ষা হিসেবে নিয়ে সুন্দর ভবিষ্যৎ গঠনে সেগুলো কাজে লাগান। অতীত ভুলের পুনরাবৃত্তি যেন না হয়, সেদিকে খেয়াল রাখুন। অতীতের কথা ভেবে নিজেকে বারবার দুষবেন না।

৬. ভুলের ভীতি কাটান

বলা হয়ে থাকে, কিছু না করার চেয়ে বরং করতে গিয়ে ১০ বার ভুল করাও ভালো। জীবনের প্রতিটি সফলতার পেছনে অসংখ্য ভুল আর চেষ্টার ইতিহাস থাকে। তাই জীবনে সফল হতে চাইলে কাজ করুন। চেষ্টা করুন। ভুল হবে ভেবে কাজ করা থেকে বিরত থাকবেন না।

৭. কখনো সুখ কিনতে যাবেন না

জীবনের প্রায় সব ধাপেই আমরা সুখী হতে চাই। উচ্চাভিলাষ, ঐশ্বর্য—এসবই সুখের সংজ্ঞা ইদানীং। সুখী হতে গিয়ে দামি জিনিসের প্রতি আকৃষ্ট হয়ে সুন্দর উপভোগ্য বর্তমানকে নষ্ট করে ফেলে অনেকেই। তাই উচ্চাকাঙ্ক্ষী না হয়ে, অন্যের দিকে না তাকিয়ে নিজের যতটুকু আছে, তাতেই সুখী হওয়ার চেষ্টা করি। হৃতিক রোশনের একটা রিল ভাইরাল হয়েছে। সেখানে তিনি বলেন, ‘আগে আমাকে বলা হতো, সুখী হওয়ার জন্য সফল হওয়া জরুরি। কিন্তু সময়ের সঙ্গে আমি শিখেছি, সুখী হওয়া একটা অনুশীলন। আপনি যেখানে যে অবস্থায় আছেন, সেখান থেকেই সুখী হতে পারেন।’

৮. অপেক্ষা করবেন না

কোনো কাজ আগে করতে গেলে ভুল হবে, এটা ভেবে কেউ আপনার আগে করবে, তারপর আপনি করবেন, এমন চিন্তা থেকে বিরত থাকুন। মনে রাখবেন আপনি কাজটি আগে করার সুযোগ পেয়েছেন, মানে আপনি ভাগ্যবান। সুযোগ কাজে লাগান। কোনো দায়িত্ব এলে ‘আমি এখনো প্রস্তুত নই’—এমন চিন্তা মাথায় আনবেন না। আত্মবিশ্বাস আর সাহসিকতার সঙ্গে কাজটি করে ফেলুন। দেখবেন, আপনি যা করেছেন, সেটিই একটি মাইলফলক হয়ে দাঁড়াবে।

৯. একই কাজ বিরতিহীনভাবে করবেন না

‘একবার না–পারিলে দেখো শতবার’ নীতি আঁকড়ে ধরে একবার ভুল হলে তাৎক্ষণিক সেই কাজ করতে যাবেন না। এতে একই ভুলের পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কা বেশি। বিরতি নিন। আগেরবার কাজ করতে গিয়ে কী কী বাধার মুখোমুখি হয়েছেন, কী ভুল হয়েছে, সেগুলো খুঁজুন। সমস্যাগুলো চিহ্নিত করে সম্ভাব্য সমাধান চিন্তা করে তারপর আবার শুরু করুন।


১০. সহজ পথ খোঁজা বন্ধ করুন

জীবন সহজ নয়। কোনো জীবনই সহজ নয়। তাই কঠিনকে সহজে নিন। জীবনে সফল হতে হলে অনেক পরিশ্রম, সংগ্রাম, ত্যাগ, ধৈর্য প্রয়োজন। সহজ পথে কোনো কাজই সুন্দরভাবে সম্পাদন করা যায় না। সহজে অর্জিত জিনিসের মূল্যায়নও কম হয়। তাই সহজ পথের সন্ধান বাদ দিয়ে কষ্টার্জিত সফলতার দিকে মনোনিবেশ করুন।