বগলের ঘাম কমাতে যা করবেন

পাঠকের পাঠানো এই প্রশ্নের উত্তর দিয়েছেন ঢাকার গ্রিন লাইফ মেডিকেল কলেজ ও হাসপাতালের চর্মরোগ বিভাগের প্রধান অধ্যাপক মো. আসিফুজ্জামান

বেশি বগল ঘামলে চিকিৎসকের পরামর্শ নিন
ছবি: পেক্সেলস

প্রশ্ন: আমার বয়স ২৬ বছর। আমার শরীরে প্রচুর ঘাম হয়। সবচেয়ে বেশি ঘাম হয় বগলে। জামা পরলে বগলের নিচে ভিজে গিয়ে প্রায়ই বিব্রতকর অবস্থায় পড়তে হয়। এমনকি শীতকালেও বগল ঘামে। কোনোভাবে শরীরের এই অতিরিক্ত ঘাম কমানোর উপায় আছে?

আহসান, মাদারীপুর

পরামর্শ: অতিরিক্ত ঘামের বা গরম লাগার সঙ্গে বুক ধড়ফড়, ওজন হ্রাস ইত্যাদি উপসর্গ থাকলে থাইরয়েড পরীক্ষা করতে হবে। তবে কারও কারও এমনিতেই ঘামের প্রবণতা বেশি। একজন চর্মরোগ বিশেষজ্ঞর সঙ্গে পরামর্শ করে অ্যান্টি কোলেনার্জিক প্রপেনথেলিন গোত্রের ওষুধ সেবন করতে পারেন বা বটুলিনাম ইনজেকশন দিতে পারেন।