কাজল যেসব কাজে জীবনের আনন্দ পান

‘বেখুদি’ দিয়ে বলিউডে অভিষেক, ‘বাজিগর’ দিয়ে নিজের আসন পাকা করেন কাজল। আর তাঁকে চিরপ্রতিষ্ঠা দিয়েছে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ আর ‘কুচ কুচ হোতা হ্যায়’। এখন আর তেমন অভিনয় করেন না। পরিবার আর সামাজিক কাজ নিয়েই যত ব্যস্ততা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ভক্তদের জানিয়েছেন তাঁর প্রিয় কিছু কাজের কথা। যেসব ছোট ছোট কাজে তিনি খুঁজে পান জীবনের আনন্দ। চলুন জেনে নিই কাজলের সে তালিকায় কোন কাজগুলো আছে।

গরম চা হাতে নিয়ে বৃষ্টি দেখা। আর অন্য হাতে বই
ছবি: কাজলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে
প্রিয় মানুষের সান্নিধ্যে থাকা। একসঙ্গে হাসা, একসঙ্গে খাওয়া
ছবি: কাজলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে
কাউকে ভালো পরামর্শ দেওয়া এবং সেই পরামর্শটায় সত্যিই যদি তার উপকারে আসে
ছবি: কাজলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে
প্রয়োজনীয় কাপড় নিজেই বোনা
ছবি: কাজলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে
গান শুনতে শুনতে হাঁটা। এটা জেনে যে আপনি নিরাপদ, হারিয়ে যাওয়ার ভয় নেই
ছবি: কাজলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে
দিনে যা যা করবেন বলে ঠিক করেছিলেন, তার সব করা এবং সেগুলো সব নিজের মতো করে করা
ছবি: কাজলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে
বড়দের আশীর্বাদ লাভ করা
ছবি: কাজলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে