আজ স্মার্ট মানুষদের দিন

চেনা গণ্ডির ভেতর এমন কিছু মানুষ থাকেন, যাঁদের কথা, হাঁটাচলা, পোশাকপরিচ্ছদ—সবকিছুতেই চৌকসপনা
মডেল: আজিম–উদ–দৌলা ও হান্নান। ছবি: কবির হোসেন

আমাদের চেনা গণ্ডির ভেতর এমন কিছু মানুষ থাকেন, যাঁদের কথা, হাঁটাচলা, পোশাকপরিচ্ছদ—সবকিছুতেই চৌকসপনা। করিতকর্মা, প্রত্যুৎপন্নমতি, আত্মবিশ্বাসী এসব মানুষকে আমরা বলে থাকি স্মার্ট। তাঁদের প্রতিটা কাজে নিজস্বতার ছাপ। ব্যক্তিত্বে মোহন আকর্ষণ। সাধারণের চেয়ে তাঁদের উপস্থিত বুদ্ধি বেশি। আচরণে ধীরস্থিরতা। ঘাবড়ে যাওয়া তাঁদের স্বভাবে নেই। যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে চট করে বের করে ফেলতে পারেন দারুণ কোনো সমাধান। তাঁদের মুখভঙ্গি, হাত নাড়া, এমনকি আনমনে মাথার চুলে আঙুল চালানোটাও যেন দাঁড়িপাল্লায় মাপা।

এসব চৌকস লোক দ্রুত সফল হয়ে থাকেন। কী করে পারেন? তাঁরা তো ভিনগ্রহের কেউ নন, আমাদেরই কেউ। হ্যাঁ, তবে তাঁদের ভাবনার গতিটা ভিন্ন, চলার পথটা নিজস্ব। একই কাজ তাঁরা করেন, তবে ভিন্নভাবে। হাজার বছর ধরে হেঁটে চলা পথে তাঁরা হাঁটেন না। তাঁরা পথ তৈরি করেন নতুন করে। তাঁদেরও কিন্তু ভুল হয়। তবে একই ভুল তাঁরা বারবার করেন না।

এসব চৌকস লোককে ঝামেলাও কম পোহাতে হয় না। স্কুল, কলেজ, বন্ধুবান্ধব, কর্মক্ষেত্র—সব জায়গাতেই তাঁদের অনেকে প্রকাশ্যে বা আড়ালে নানাভাবে হেনস্তা করে থাকেন। নিদেনপক্ষে একটু ত্যাড়া চাহনি, দু–চারটা বাঁকা কথা! যেন স্মার্ট হওয়াটাই দোষ।

আজ ২২ অক্টোবর, স্মার্ট মানুষদের দিন-স্মার্ট ইজ কুল ডে
মডেল: নাজিফা তুষি। ছবি: সংগৃহীত

আজ ২২ অক্টোবর, স্মার্ট মানুষদের দিন-স্মার্ট ইজ কুল ডে। কবে কীভাবে এই দিবসের চল হয়েছে, এখনো স্পষ্ট নয়। একজন স্মার্ট লোককে কে কী বলল, তাঁর ব্যাপারে কে কী ভাবল, সেসব তুড়ি মেরে উড়িয়ে দিয়ে নিজস্ব জীবনটি যাপন করাই তো সত্যিকারের স্মার্টনেস; আর এ ভাবনা থেকে দিনটির উৎপত্তি।

ডেজ অব দ্য ইয়ার অবলম্বনে