লিখুন আপনার মায়ের সংগ্রামের গল্প, ছাপা হবে প্রথম আলোয়

দেশ বা বিদেশের নামী কোনো ক্যাম্পাসের করিডরে দাঁড়িয়ে, কিংবা ঝকঝকে অফিস রুমে বসে কখনো কি হঠাৎ করেই মায়ের কথা মনে পড়ে? আনমনে কি বলতে ইচ্ছে হয়, ‘মা তোমার জন্যই আজ আমি এখানে!’

আসছে ‘মা দিবস’ সামনে রেখে আপনার জন্য থাকছে এক বিশেষ সুযোগ। যেই মা–কে কখনো ‘ধন্যবাদ’ বলা হয়ে ওঠে না, তাঁর প্রতিই এবার কৃতজ্ঞতা জানাতে পারেন আপনার লেখার মাধ্যমে।

আপনার বেড়ে ওঠা কিংবা লক্ষ্যে পৌঁছানোর লড়াইয়ে নিশ্চয়ই মায়ের পরিশ্রম, মায়ের অনুপ্রেরণা ছিল। আসছে মা দিবস সামনে রেখে লিখুন সেই গল্পটাই। সর্বোচ্চ ৫০০ শব্দের মধ্যে। একসঙ্গে আপনার ও মায়ের ছবিসহ পাঠিয়ে দিন প্রথম আলোর ঠিকানায়। আগামী ৮ মের মধ্যে।

নির্বাচিত লেখাগুলো প্রকাশিত হবে প্রথম আলোর রোববারের ক্রোড়পত্র—‘স্বপ্ন নিয়ে’তে।

ঠিকানা: প্রথম আলো, প্রগতি ইনস্যুরেন্স ভবন, ২০-২১ কারওয়ান বাজার, ঢাকা ১২১৫

ই–মেইল: [email protected]