ক্লাসে টুকে রাখা নোট মোবাইলে সংরক্ষণ করতে পারেন ক্যামস্ক্যানারে
ছবি: ফ্রিপিক

ক্লাসরুমের নোট কিংবা বইয়ের পাতার ছবি শিক্ষার্থীরা নানাভাবে মোবাইলে সংরক্ষণ করেন। কেউ কেউ গুগল ড্রাইভসহ বিভিন্ন ওয়েব প্ল্যাটফর্মে সংরক্ষণ করে রাখার চেষ্টাও করেন। ক্যামস্ক্যানার এমনই একটি মোবাইল অ্যাপ, যার মাধ্যমে খুব সহজে যেকোনো লেখা বা ছবি সংরক্ষণ করা যায়।

শুধু তা-ই নয়, হাতে লেখা নোট বা ছবির লেখাকে টেক্সট আকারে রূপান্তর করে সম্পাদনার সুযোগও আছে ক্যামস্ক্যানারে। তোলা ছবিকে পিডিএফ আকারেও সংরক্ষণ করা যায়। দ্রুতগতিতে নোট খাতার ছবি তুলে সংরক্ষণের জন্য এই অ্যাপটি বেশ কার্যকর। ক্লাসরুম কিংবা ক্যাম্পাসে সব সময় স্ক্যানার হাতের কাছে পাওয়া যায় না। তখন মোবাইল ফোনে ক্যামস্ক্যানার বেশ আসে। ফাইল মার্জ, পিডিএফ ফাইলে স্বাক্ষর যুক্ত করার মতো বিভিন্ন সুবিধা পাওয়া যায় এই অ্যাপে। ক্যামস্ক্যানার থেকে তোলা ছবির পিডিএফ ফাইলকে আবার মাইক্রোসফট এক্সেল বা পাওয়ার পয়েন্ট ফাইল আকারেও সংরক্ষণ করা যায়। এ ছাড়া বিভিন্ন ধরনের পিডিএফ ফাইল ডকুমেন্ট আকারে সম্পাদনার জন্য ক্যামস্ক্যানার ব্যবহার করতে পারেন। সংরক্ষিত ফাইল বন্ধুদের সঙ্গে ই-মেইলে বা গুগল ড্রাইভের মাধ্যমে শেয়ার করার সুযোগও আছে। ক্যামস্ক্যানার মোবাইল ফোনে ডাউনলোডের ঠিকানা পাবেন এখানে