সকাল থেকেই আইন বিভাগের সবাই একে একে হাজির হচ্ছিলেন শাড়ি ও পাঞ্জাবি পরে। চলছিল দল বেঁধে ছবি তোলা, আড্ডা, গল্প। সব মিলিয়ে এক উৎসবমুখর পরিবেশ। এই উৎসবের আমেজ তৈরি করাটা, সবার মধ্যে মেলবন্ধন গড়ে তোলা—এটিই ‘শাড়ি-পাঞ্জাবি দিবস’-এর উদ্দেশ্য। ১৩ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা মেতে ছিলেন শাড়ি-পাঞ্জাবি উৎসবে।
আয়োজকেরা বলেন, উৎসবকে কেন্দ্র করে এক প্রাণবন্ত পরিবেশ তৈরি হয়েছে। নতুনদের কাছে নিশ্চয়ই দিনটি স্মরণীয় হয়ে থাকবে। অন্যদিকে পুরোনোরাও ডুব দেবেন হারানো স্মৃতিতে। উৎসবকে উপলক্ষ করে একটি ক্লাসরুম সাজানো হয়েছিল। সেখানে লাগানো হয়েছে পোস্টার, ছবির ফ্রেম। কেক কাটার মাধ্যমে শুরু হয় আয়োজন।
আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সেতু পাল বলেন, ‘আইনের মতো কঠিন বিষয়েও রং ছড়িয়ে দেওয়ার উপলক্ষ এই শাড়ি-পাঞ্জাবি দিবস। প্রথমবার এই আয়োজন করতে পেরে আমরা খুব আনন্দিত। আশা করি প্রতিবছরই এটা হবে।’