ইউটিউবের প্রথম ভিডিও কার বানানো, জানলে অবাক হবেন

এই সেই ভিডিও

এক দিন, অর্থাৎ পাক্কা ২৪ ঘণ্টায় বিশ্বের আনাচকানাচ থেকে মানুষ মোট কত ঘণ্টার ইউটিউব ভিডিও দেখে, জানেন? ১০০ কোটি ঘণ্টা! এই ১০০ কোটিতে হয়তো আপনারও কিছু অবদান থাকে।

জানা যায়, বিশ্বে ইউটিউব ব্যবহারকারীর সংখ্যা ২০০ কোটির বেশি। সবাই মিলে প্রতিদিন অন্তত ১০০ কোটি ঘণ্টার ভিডিও তো দেখতেই পারে। কিন্তু প্রতিদিন কোটি মানুষ যে ওয়েবসাইটে বুঁদ হয়ে থাকে, সেখানে প্রথম ভিডিওটি কী ছিল? কে-ইবা আপলোড করেছিলেন? জানেন?

আরও পড়ুন

তিনি একজন বাংলাদেশি বংশোদ্ভূত সফটওয়্যার প্রকৌশলী! ইউটিউবের সহপ্রতিষ্ঠাতা—জাভেদ করিম। তাঁর মা ক্রিস্টিন জার্মানির বাসিন্দা হলেও বাবা নাইমুল করিমের বাড়ি বাংলাদেশে। জাভেদ করিমের ‘মি অ্যাট দ্য জু’ শিরোনামের ভিডিওটিই ইউটিউবে আপলোড করা প্রথম কনটেন্ট। ২০০৫ সালের ২৩ এপ্রিল ভিডিওটি আপলোড করা হয়েছিল।

তবে ‘মি অ্যাট দ্য জু’ কিন্তু কোনো ট্রাভেল ব্লগ নয়। দারুণ ক্যামেরার কাজ, ফ্রেমিং, মিউজিক, কিছুই এতে পাবেন না। সাদামাটা ভিডিওটিতে দেখা যায়, তরুণ জাভেদ করিম দাঁড়িয়ে আছেন চিড়িয়াখানায়। পেছনে একটা হাতি। ভিডিওতে হাতির ব্যাপারে কিছু তথ্য দেন তিনি। মাত্র ১৯ সেকেন্ডের সেই ভিডিওটির শেষেও নেই হাল আমলের ‘লাইক, কমেন্ট, শেয়ার’ কিংবা ‘সাবস্ক্রাইব টু মাই চ্যানেল’–এর মতো আহ্বান। ‘আমার এটুকুই বলার ছিল’ (দ্যাটস প্রিটি মাচ অল দেয়ার ইজ টু সে) বলে হুট করেই যেন ভিডিও শেষ করে দেন জাভেদ।

অথচ ১৭ বছর আগে আপলোড করা ভিডিওটি এখন পর্যন্ত ২৫ কোটিরও বেশিবার দেখা হয়েছে। ‘jawed’ নামক যে ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেওয়া আছে, সেই চ্যানেলের সাবস্ক্রাইব ৩৩ লাখের বেশি। মজার ব্যাপার হলো, চ্যানেলটিতে ভিডিও আছে একটাই—মি অ্যাট দ্য জু।