জীববিজ্ঞান অলিম্পিয়াডে সাউথ পয়েন্টের সাফল্য

আরিজ আনাস
ছবি: সংগৃহীত

‘বিডিবিও সমকাল বাংলাদেশ নবম বায়োলজি অলিম্পিয়াড ২০২৩ ’-এ ‘উপেন্দ্রনাথ ব্রহ্মচারী চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়নস অ্যাওয়ার্ড’ জিতেছে সাউথ পয়েন্ট, মালিবাগের নবম শ্রেণির (ইংরেজি মাধ্যম) শিক্ষার্থী আরিজ আনাস। তার হাতে পুরস্কার তুলে দেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১২ মে অলিম্পিয়াডের জাতীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শাযিয়া শারমিন শাহাদাত
ছবি: সংগৃহীত

গত বছর অষ্টম জাতীয় বায়োলজি অলিম্পিয়াডেও চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়নস অ্যাওয়ার্ড জিতেছিল সাউথ পয়েন্টের শিক্ষার্থী শাযিয়া শারমিন শাহাদাত। পরপর দুই বছর শিরোপা ধরে রাখতে পেরে স্কুলের শিক্ষার্থী–শিক্ষকেরা বেশ আনন্দিত।

মালিবাগ, বারিধারা, বনানীসহ ঢাকার একাধিক এলাকায় রয়েছে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাস। পড়ালেখার পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন অলিম্পিয়াডে সাফল্য পাচ্ছে এই স্কুলের শিক্ষার্থীরা।