সব ডিজাইনের ভরসা ক্যানভা

ক্যানভার ওয়েবসাইট
ছবি: সংগৃহীত

শিক্ষাজীবন থেকে শুরু করে চাকরি, কিংবা ফ্রিল্যান্স—সবখানেই এখন প্রেজেন্টেশন তৈরি, অ্যানিমেশন কিংবা লোগো বানানোর মতো টুকটাক কাজ জানার প্রয়োজন হয়। সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য ছোটখাটো কনটেন্ট বানানোর দক্ষতাও বেশ জরুরি। একটা সময় ছিল, যখন এসব কাজের জন্য পেশাদার ডিজাইনারদের ওপর নির্ভর করতে হতো। এসব ক্ষেত্রে অ্যাডোবি ফটোশপ কিংবা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মতো সফটওয়্যারগুলোই ছিল ভরসা। এখন কিন্তু অনলাইনেই আমরা প্রেজেন্টেশন বা সোশ্যাল মিডিয়া কনটেন্ট বানাতে পারি। এ ক্ষেত্রে ক্যানভা বেশ জনপ্রিয় একটি ডিজাইন টুল।

আরও পড়ুন

ওয়েবসাইট ও অ্যাপ—দুটোই আছে। সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ডিজাইন থেকে শুরু করে প্রেজেন্টেশন—সবকিছুতেই ক্যানভা কার্যকর। বিনা মূল্যের সুবিধা তো আছেই, ‘প্রিমিয়াম ফি’ দিয়ে বিশেষ ফিচারগুলো ব্যবহার করার সুযোগও থাকছে।

যা যা করা যায়

লোগো তৈরি, ফ্লায়ার ডিজাইন, ব্যানার, পোস্টার থেকে শুরু করে সিভি, বিজনেস কার্ড ডিজাইনের জন্য ক্যানভা বেশ জনপ্রিয়। যারা সামাজিক যোগাযোগমাধ্যম, অর্থাৎ ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউবের জন্য ভিডিও বা ছবি তৈরি করতে চান, তাঁরাও ব্যবহার করতে পারেন। ভিডিও ইন্ট্রো থেকে শুরু করে ইউটিউবের থাম্বনেইল বা প্রচ্ছদ, মিম তৈরির জন্য এখন ক্যানভার ব্যবহার বেড়েছে। ক্যানভায় প্রেজেন্টেশন বানানোও বেশ সহজ।

যে কারণে শিখবেন

ক্যানভার সবচেয়ে বড় সুবিধা হলো, পুরো প্ল্যাটফর্মটিই অনলাইন। অর্থাৎ যেকোনো কম্পিউটার বা মোবাইল অ্যাপের মাধ্যমে আপনি আপনার প্রোফাইলে ঢুকে কাজ করতে পারবেন। কাজটি অনলাইনেই সংরক্ষিত থাকবে। যাঁরা দ্রুত কোনো নকশা সংশ্লিষ্ট কাজ করতে চান, তাঁদের জন্য এটি বেশ সহায়ক। ক্যানভায় ৬০ হাজারের বেশি পোস্টারের টেমপ্লেট পাওয়া যায়। পোস্টার, নোটপ্যাড ও ইনফোগ্রাফিকসের মতো নানা বিষয়ে দ্রুত কাজ করা যায়।

লাখো ছবি যেমন আছে, তেমনি ৮ লাখের বেশি ইলাস্ট্রেশন ও আইকন পাবেন এই ওয়েবসাইটে। ক্যানভা দাবি করে, কল্পনার সবকিছু এখানে তৈরি করা যায়। যাঁরা নতুন স্টার্টআপ শুরু করছেন, তাঁদের জন্য ওয়েবসাইটটি বেশ কাজের।

যেভাবে কাজ করবেন

‘ড্র্যাগ অ্যান্ড ড্রপ’ পদ্ধতিতে ক্যানভায় কাজ করা যায়। আপনি নির্দিষ্ট কোনো ডিজাইন বা টেমপ্লেট মাউসের কারসর দিয়ে টেনে নিয়ে ক্যানভায় কাজ করতে পারবেন। ক্যানভায় তৈরি ডিজাইন গুগল ক্লাসরুম থেকে শুরু করে পাওয়ার পয়েন্ট বা পিডিএফ ফরম্যাটে ডাউনলোডের সুযোগ আছে। জেপিজি, পিপিটি কিংবা জিআইএফসহ নানা ফরম্যাটে ডিজাইন ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।

ওয়েবসাইটের ঠিকানা: www.canva.com