টমেটো, শসা ও টক দইয়ের সালাদের এত গুণ

একটু ভারী খাবারের সঙ্গে সালাদ না হলে ঠিক জমে না। শসা, টমেটো ও টক দইয়ের মিশ্রণে তৈরি সালাদই আমাদের দেশে সবচেয়ে জনপ্রিয়। এই সালাদ এত জনপ্রিয় কেন? আর উপকারিতাই-বা কী কী?

শসা, টমেটো ও টক দইয়ে তৈরি সালাদই আমাদের দেশে সবচেয়ে জনপ্রিয়ছবি: সংগৃহীত

টমেটো, শসা ও টক দইয়ের সালাদ শরীরকে হাইড্রেটেড বা জলযোজিত রাখতে ও পাচনতন্ত্র স্বাভাবিক রাখতে কার্যকর। শসা আঁশসমৃদ্ধ। এতে পাবেন নানা ধরনের ভিটামিন। আর এতে থাকা পানি খাবার হজমে সহায়ক। নিয়মিত শসা খাওয়ার ফলে পাচনতন্ত্র সুস্থ থাকে। কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করে। শসায় ভিটামিন কে এবং অল্প পরিমাণে ক্যালসিয়ামও পাওয়া যায়। ভিটামিন বি১, ভিটামিন বি৫ ও বি৭, ফসফরাসসহ আরও অনেক উপাদানও পাবেন এতে। নিয়মিত শসা খেলে পেট ভরা থাকে, ক্ষুধা লাগে কম, যেটা পরোক্ষভাবে ওজন নিয়ন্ত্রণে কার্যকর।

আরও পড়ুন

টমেটো নিয়মিত খেলে মুখের ত্বকের সৌন্দর্য অটুট থাকে। বয়স বাড়ার সময় আমাদের মুখের ত্বকে বয়সের ছাপ পড়ে, নিয়মিত টমেটো খেলে এই ছাপ পড়ে ধীরে ধীরে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতেও টমেটো সহায়ক।

এই সালাদটি কম দামে ও সহজে পাওয়া যায় বলে জনপ্রিয়
ছবি: ইজি টু কুক

এবার আসি টক দই প্রসঙ্গে। এতে আছে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন বি৬, বি১২, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও ফসফরাস। টক দই প্রোবায়োটিক, যা পেটের নানা সমস্যা দূর করতে সাহায্য করে। এতে নানা খনিজ উপাদান ও ভালো ব্যাকটেরিয়া আছে, যা রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সাহায্য করে। টক দইও পরোক্ষভাবে ওজন কমাতে কার্যকর। ত্বক ও চুল ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরও পড়ুন

শসা, টক দই ও টমেটোর সালাদ জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ, এটি কম দামে ও সহজে পাওয়া যায়। মুখরোচক তো বটেই। এই তিন উপকরণ একত্রে মেশালে যে স্বাদ তৈরি হয়, সেটি আমাদের বেশির ভাগেরই প্রিয়। আর তাই লোকে খাবারটি পছন্দ করে। তবে জনপ্রিয় সালাদটি একসঙ্গে বেশি খেয়ে ফেললে বদহজমের সমস্যা দেখা দিতে পারে।

আরও পড়ুন