বিশ্বকাপে প্রধান রেফারি হিসেবে মাঠে থাকবেন সালিমা মুকানসাঙ্গা

সালিমা মুকানসাঙ্গা
ছবি : সংগৃহীত

সালিমা মুকানসাঙ্গার বয়স ৩৪। প্রথম আফ্রিকান নারী হিসেবে আফ্রিকান কাপ অব নেশনসে ম্যাচ পরিচালনা করেন তিনি। সালিমা মুকানসাঙ্গার কৈশোর কাটে রুয়ান্ডার রুশিজি অঞ্চলে। তিনি গিট্টে বিশ্ববিদ্যালয় থেকে নার্সিং ও ধাত্রীবিদ্যায় ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন। স্কুলে থাকতে বাস্কেটবল খেলোয়াড় হওয়ার স্বপ্ন ছিল তাঁর। কিন্তু স্কুলে বাস্কেটবল খেলার সুযোগ ছিল না বলে সেদিকে যেতে পারেননি তিনি।

তবে কিশোর বয়সেই রেফারির দায়িত্ব পালন করতে থাকেন। স্কুলের শেষ বর্ষে বিদ্যালয়ের এক ফুটবল প্রতিযোগিতায় প্রথম রেফারির দায়িত্ব পালন করেন সালিমা।২০০৪ সালে প্রথমবারের মতো প্রধান রেফারি হিসেবে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলে মাঠে নামেন।

১৯ হাজার ফুট উচ্চতার মাউন্ট কিলিমাঞ্জেরোতে ২০১৭ সালে অনুষ্ঠিত ফুটবল ম্যাচে রেফারি ছিলেন তিনি। সবচেয়ে উঁচুতে খেলা ফুটবল হিসেবে সেই খেলাটি সারা বিশ্বে আলোচিত হয়েছিল। ২০১৯ সালে ফ্রান্সে অনুষ্ঠিত ফিফা নারী বিশ্বকাপে রেফারি হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতাও সালিমার আছে।