চিভেনিং বৃত্তির আবেদন চলছে

চিভেনিং বৃত্তি নিয়ে যুক্তরাজ্যে পড়তে যান অনেক বাংলাদেশি
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে স্নাতকোত্তর পর্যায়ে উচ্চশিক্ষার জন্য ‘চিভেনিং স্কলারশিপ’বেশ জনপ্রিয়। ২০২৪-২৫ সেশনে যুক্তরাজ্যের চিভেনিং স্কলারশিপের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। যুক্তরাজ্যের ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস (এফসিও) এবং বিভিন্ন সহযোগী সংগঠন এই বৃত্তির জন্য অর্থায়ন করে।

পৃথিবীর বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থী ও ভবিষ্যতের নেতৃত্ব দিতে সক্ষম, এমন যোগ্যতাসম্পন্ন তরুণদের এই বৃত্তি দেওয়া হয়। বৃত্তির আওতায় যুক্তরাজ্যের একটি নির্ধারিত বিশ্ববিদ্যালয়ে এক বছর মেয়াদি স্নাতকোত্তর করার সুযোগ পাওয়া যায়। স্নাতক পর্যায়ে দ্বিতীয় শ্রেণির ডিগ্রি সাধারণভাবে আবেদনের ন্যূনতম যোগ্যতা হিসেবে ধরা হচ্ছে। আবেদন করার ক্ষেত্রে কাজের অভিজ্ঞতার পাশাপাশি আইইএলটিএসে ন্যূনতম ৬.৫ স্কোর থাকতে হয়। যুক্তরাজ্য সরকারের চিভেনিং বৃত্তির জন্য আবেদন করতে হয় অনলাইনের মাধ্যমে। বিস্তারিত জানা যাবে এই ওয়েবসাইটে

আরও পড়ুন