শাবিপ্রবির সব ক্লাব এক হয়েছে যেখানে

‘সাংগঠনিক সপ্তাহ’ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষ আয়োজন। এই আয়োজনে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের সামনে নিজেদের কার্যক্রম তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন। ৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দুই সপ্তাহব্যাপী এই আয়োজনে এবার অংশ নিয়েছে ২৭টি ক্লাব। ছবিতে দেখুন নির্বাচিত ৫ ক্লাবের কার্যক্রম।

সাস্ট সায়েন্স অ্যারেনা

সাস্ট সায়েন্স অ্যারেনা বিজ্ঞানভিত্তিক সংগঠন
ছবি: সংগৃহীত

সাস্ট সায়েন্স অ্যারেনা বিজ্ঞানভিত্তিক সংগঠন। বিজ্ঞান ঘিরেই তাদের আয়োজন। প্লাস্টিক দূষণ নিয়ে কাজ করেছে তারা। সংগঠনটির এবারের থিম ছিল, ‘থিঙ্ক বিফোর ইউ ট্রাশ ইট: রিডিউজ, রিইউজ, রিসাইকেল’। সাস্ট সায়েন্স অ্যারেনার সভাপতি জেড এম তৌহিদুল ইসলাম জানালেন, এই থিমে তাঁরা টি-শার্ট তৈরি করেছেন। ফলে যাঁরাই টি-শার্ট পরবেন, তাঁরাই এই বার্তা ছড়িয়ে দেবেন।

স্বপ্নোত্থান

স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নোত্থান নিয়েছে ভিন্নধর্মী এক উদ্যোগ
ছবি: সংগৃহীত

স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নোত্থান নিয়েছে ভিন্নধর্মী এক উদ্যোগ। ভর্তি ফরমের সঙ্গে শিক্ষার্থীদের একটি করে পরিবেশবান্ধব কলম উপহার দিয়েছে তারা। কলমটির বিশেষত্ব হলো, এর ৮০ ভাগই কাগজের তৈরি। আবার, ব্যবহার শেষে মাটিতে ফেলে দিলেই জন্ম নেবে গাছ। স্বপ্নোত্থানের সাধারণ সম্পাদক রেজওয়ানুল ইসলাম জানান, প্লাস্টিকের বিকল্প ব্যবহারে উৎসাহিত করতেই এই বিশেষ উপহার।

নৃৎ

‘প্রাণের ঝংকার সঞ্চারী সর্বত্র’—এই স্লোগান ধারণ করে কাজ করছে শাবিপ্রবির নাচবিষয়ক সংগঠন নৃৎ
ছবি: সংগৃহীত

‘প্রাণের ঝংকার সঞ্চারী সর্বত্র’—এই স্লোগান ধারণ করে কাজ করছে শাবিপ্রবির নাচবিষয়ক সংগঠন নৃৎ। নবীন শিক্ষার্থীদের আকৃষ্ট করতে সংগঠনটির সদস্যরা এ বছর পছন্দসই গানের সঙ্গে নাচের বেশ কিছু মুদ্রা পরিবেশন করেন। নৃৎ-এর সভাপতি শ্রেয়সী দাশ পুরকায়স্থ বলেন, ‘শুধু নাচ নিয়ে এগিয়ে যাওয়াটা অনেক চ্যালেঞ্জিং। তারপরও প্রায় অর্ধশতাধিক সদস্য ভাইভা দিয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। বলা যায়, এবারের আয়োজন অনেকটাই সফল।’

আরও পড়ুন

মাভৈঃ আবৃত্তি সংসদ

এটি শাবিপ্রবির আবৃত্তিবিষয়ক সংগঠন
ছবি: সংগৃহীত

নবীনদের আকৃষ্ট করতে পুরো স্টল দারুণভাবে সাজিয়েছিল মাভৈঃ আবৃত্তি সংসদ। এটি শাবিপ্রবির আবৃত্তিবিষয়ক সংগঠন। রঙিন কাপড়, কর্কশিট ও রিকশাচিত্র দিয়ে বেশ একটা শৈল্পিক রূপ দিয়েছে তারা। এই কাজে অংশ নেন সংগঠনটির প্রায় ৩৫ জন সদস্য। সাংগঠনিক সপ্তাহ প্রসঙ্গে সংসদের সভাপতি শাহরিয়া আফরিন বলেন, ‘এবার নবীন শিক্ষার্থীদের মধ্যে কবিতা ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে বেশ আগ্রহ দেখেছি।’

রিম মিউজিক্যাল ক্লাব

এটি গানের মানুষদের সংগঠন
ছবি: সংগৃহীত

নাম শুনেই বোঝা যায়, এটি গানের মানুষদের সংগঠন। রিম মিউজিক্যাল ক্লাবের সভাপতি শাহাদাত আহমেদ বলেন, ‘সাংগঠনিক সপ্তাহ একটা আনন্দ উৎসবের মতো। ক্যাম্পাসের নতুনরা এখানে আসে, বিভিন্ন সংগঠনের কার্যক্রমের সঙ্গে যোগ দেয়। যেসব সংগঠন ভালো লাগে, সেই সব সংগঠনের ফরমই তারা সংগ্রহ করে।’

আরও পড়ুন