অন্ধের মতো তোমাকে অনুসরণ করে যাব আম্মু

আমাদের ছোট-বড় স্বপ্ন পূরণে ছায়ার মতো পাশে থাকেন মা। কখনো কখনো মায়ের অনুপ্রেরণাতেই আমরা স্বপ্নের ক্যাম্পাসে পা রাখি, পছন্দের পেশা বেছে নিই কিংবা শুরু করি সাহসী কোনো উদ্যোগ। কিন্তু স্বপ্নপূরণের সঙ্গী, মাকে ধন্যবাদ দেওয়া হয়ে ওঠে না। আজ ৮ মে, মা দিবস উপলক্ষে তাই মায়ের কাছে খোলা চিঠি নিয়ে বিশেষ আয়োজন।

মায়ের সঙ্গে লেখক

তুমি যখন এই চিঠি পড়বে, তখন হয়তো বসে থাকবে বিছানায়, আব্বুর পাশে। তোমার হাতে হয়তো থাকবে আব্বুকে খাওয়ানোর চামচ আর প্লেট। আব্বু অসুস্থ হয়ে যেদিন থেকে নিজের খেয়াল নিজে রাখার ক্ষমতা হারাল, সেদিন থেকে আব্বুর বিছানার পাশে পেতে রাখা চেয়ারটাই যেন তোমার স্থায়ী জায়গা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত আব্বুর সেবা করা—তিন বছর ধরে তুমি এই রুটিনেই চলছো। মানসিক শক্তি দিয়ে শারীরিক ক্লান্তিকে কীভাবে জয় করা যায়, আমার কাছে তার সবচেয়ে বড় উদাহরণ তুমি। অবশ্য আমার জীবনে তোমার প্রভাবকে শুধু এই ক্লান্তি জয়ের উদাহরণে সীমাবদ্ধ রাখা যায় না। আমার কাছে জীবন মানেই তুমি।

সেসব দিনের কথা খুব মনে পড়ে, আমার সেই ছোট্টবেলার কথা। আমি যে বিদ্যালয়ের ছাত্রী, তুমি সেই বিদ্যালয়ের শিক্ষক। তোমার সঙ্গে স্কুল থেকে ফেরার পথে রোজ আমার কত বায়না—রাবার দাও, পেনসিল দাও, শনপাপড়ি দাও, চকলেট মিল্ক দাও। প্রতিটা দিন আমার বায়না মেটাতে তুমি হাসিমুখে। সেই যে তোমার সঙ্গে স্কুল থেকে ফেরা, তোমার আঁচল ধরে টানাটানি করা, আর এটা–ওটার আবদার, সেসব দিনে আবার যদি ফিরে যেতে পারতাম! আমি ভেতরে ভেতরে সেই আগের মতোই আছি। তুমিও বদলাওনি এতটুকু, শুধু বদলে গেছে সময়।

বেশ কয়েক বছর আগের কথা। সদ্য শিক্ষাজীবন শেষ করে আমি তখন চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। প্রতিদিন ভোরবেলায় আমাকে ঘুম থেকে তুলে তুমি স্কুলে যেতে। পড়ার টেবিলে বসে জানালা দিয়ে তোমার চলে যাওয়া দেখতে দেখতে অজান্তেই চোখে পানি আসত। মনে মনে প্রতিজ্ঞাটা আরও দৃঢ় হতো—একদিন ভালো চাকরি করব, তোমাকে আর কষ্ট করতে দেব না। ভোরবেলায় তোমার আর হেঁটে হেঁটে অনেক দূরে গিয়ে বাসে ওঠা লাগবে না, দুইবার বাস বদলে স্কুলে যাওয়া লাগবে না। তোমার মেয়েই তোমার সংসার সামলাবে, তোমার মেয়েই তোমার জীবনকে পরিপূর্ণ করে দেবে।

আমার বিসিএস পরীক্ষার ফলাফল যেদিন হলো, জানলাম আমি প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত, সেদিন আমি হাসপাতালে আব্বুর পাশে আর ওদিকে তুমি নিজেই তখন অসুস্থ হয়ে পড়ে ছিলে বাসায়। খবরটা পেয়ে তাৎক্ষণিকভাবে তোমার প্রতিক্রিয়া কী ছিল, তা তো আর কোনো দিন জানতে পারব না। তবে কিছুটা সুস্থ হয়ে তুমি যখন হাসপাতালে ফিরে এলে, ডাক্তার-নার্স যাঁরাই আব্বুর দেখভাল করতে আসছিলেন, তাঁদেরই তুমি বলছিলে, তোমার মেয়ে ম্যাজিস্ট্রেট হয়েছে। একটু দূরে দাঁড়িয়ে তোমার পরিতৃপ্তি মাখা মুখটা দেখছিলাম আর ভাবছিলাম, এই দিনের জন্যই তো আমার এত পরিশ্রম।

কোনো দিন তুমি বলোনি ফার্স্ট হতে হবে, অমুক চাকরিটা পেতেই হবে। শুধু বলেছ, ‘ভালো মানুষ হও।’ ভালো মানুষ হতে পেরেছি কি না, জানি না। শুধু জানি, আমি অন্ধের মতো তোমাকেই অনুসরণ করে যাব। কারণ আমি জানি, তোমার জীবনাচরণ অনুসরণ করলে আমার কাজে কেউ কখনো কষ্ট পাবে না।

তোমাকে ভালোবাসি আম্মু। তুমি ছাড়া আমি অস্তিত্বহীন। এভাবেই থেকো, আমাকে এভাবেই রেখো।