অপেক্ষায় আছি

.
.

এখনো তোমার অপেক্ষায় আছি। প্রথম দেখায় তোমার প্রেমে পড়েছিলাম। তুমি ছিলে অসম্ভব সুন্দর, তার চেয়েও সুন্দর ছিল তোমার মন। কিন্তু কে তুমি, আগে তো কখনো দেখিনি। পরে জানতে পারলাম তুমি ছিলে পাশের বাসার আন্টির বোনের মেয়ে। তারপর থেকেই প্রতিদিন, বারান্দায় তোমার অপেক্ষায় থাকতাম। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতাম, একটু দেখব বলে। তুমি আসতে মাত্র পাঁচ মিনিটের জন্য। ওই পাঁচ মিনিটেই ছিল আমার জন্য যথেষ্ট। অনেক কষ্ট করেও তোমার সঙ্গে কথা বলার সুযোগ হয়নি।
একদিন সাহস করে তোমাকে বলেই ফেলেছি, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু তুমি কোনো উত্তর দাওনি। তারপর থেকে তোমাকে বারান্দায় দেখা যেত না। জানতে পারলাম, তুমি নাকি চলে গেছ। আমি এখনো বারান্দায় তোমার অপেক্ষায় থাকি। অনেক খোঁজ করেও তোমার কোনো ঠিকানা পাইনি। আমার বিশ্বাস একদিন তুমি আসবেই। আমি সেই দিনের অপেক্ষায় আছি। তোমার জন্যই চিঠিটা লেখা। তোমাকে
খুব ভালোবাসি। এখনো প্রতিটি মুহূর্তে তোমাকে মিস করি।
জাফর সাদিক
নোয়াখালী।