অবন্তির প্রিয় 'গল্পগুচ্ছ', মায়ের 'সাতকাহন'

সংগীতশিল্পী অবন্তি সিঁথি। ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। তাঁর মা দীপ্তি রাণী দেব, গৃহিণী। আজ দুই প্রজন্মে থাকছে এই মা-মেয়ের পছন্দ-অপছন্দের কথা।

মায়ের সঙ্গে অবন্তি। ছবি: খালেদ সরকার
মায়ের সঙ্গে অবন্তি। ছবি: খালেদ সরকার

১. কোন ধরনের খাবার খেতে ভালো লাগে?

অবন্তি: চীনা এবং স্ট্রিট ফুড—চটপটি, ফুচকা, ঝালমুড়ি।

মা: ভাত-মাছ, কাবাব ও দই।

২. যে সিনেমা বারবার দেখতে ইচ্ছে করে...

অবন্তি: থ্রি ইডিয়টস, দীপু নম্বর টু, গ্রোন আপ

মা: জীবন থেকে নেয়া, হারানো সুর মনের মানুষ

৩. যাঁদের অভিনয় ভালো লাগে?

অবন্তি: হুমায়ুন ফরীদি, তিশা, মোশাররফ করিম, নওয়াজউদ্দিন সিদ্দিকী ও অ্যাডাম স্যান্ডলার।

মা: সুবর্ণা মুস্তাফা, আলী যাকের, রাজ্জাক, কবরী ও সুচিত্রা সেন।

৪. প্রিয় বই?

অবন্তি: রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ, হুমায়ূন আহমেদের লীলাবতী, আনিসুল হকের মা, সত্যজিৎ রায়ের ফেলুদা সমগ্র

মা: সাতকাহন

৫. প্রিয় রং কী?

অবন্তি: কালো ও নীল।

মা: গোলাপি।

৬. প্রিয় ব্যক্তিত্ব?

অবন্তি: আমার বাবা অজিত কুমার দেব।

মা: রবীন্দ্রনাথ ঠাকুর।

৭. পরস্পরের ভালো ও মন্দ দিক কী?

অবন্তি: মায়ের খুব ধৈর্য। সহজে রাগ করেন না। তবে রেগে গেলে খুব রেগে যান এবং চিৎকার করেন।

মা: যেটা করবে বলে ঠিক করে, সেটা খুব আগ্রহ নিয়ে ও মনোযোগ দিয়ে করে। কিন্তু ধৈর্য রাখতে পারে না। বাসায় জিনিসপত্র অগোছালো করে রাখে।

৮. যাদের গান পছন্দ করি...

অবন্তি: লাকী আখান্দ্‌, মান্না দে, কুমার বিশ্বজিৎ, রুনা লায়লা, সামিনা চৌধুরী, শ্রেয়া ঘোষাল ও অরিজিৎ সিং।

মা: মান্না দে, সৈয়দ আব্দুল হাদী, সন্ধ্যা মুখোপাধ্যায় ও লতা মঙ্গেশকর।

৯. বেড়াতে যেতে ভালো লাগে...

অবন্তি: পাহাড়ে।

মা: সমুদ্রে।

সাক্ষাৎকার: সজীব মিয়া