

এই সময়ে খানিকটা বিড়ম্বনায় পড়ছেন শীতের পোশাক নিয়ে! সকালে রোদ দেখে হালকা পোশাকে বাইরে বেরোলেন, কিন্তু সন্ধ্যায় আবার ঠান্ডা হাওয়া। শীত লাগতে শুরু করল। ভারী পোশাক সারা দিন টেনে নিয়ে বেড়ানোও ঝামেলার৷ তবে ছোটখাটো কিছু অনুষঙ্গ সঙ্গে রেখেই শীত তাড়াতে পারেন এই সময়ে৷ যেসব অনুষঙ্গে ফ্যাশনের ধারাটাও বজায় থাকে।
পোশাক
হালকা শীতে ভারী পোশাক গায়ে চাপিয়ে বেড়ানো যায় না৷ সে ক্ষেত্রে আবহাওয়া বুঝে পরতে পারেন সোয়েটার, হুডি, জ্যাকেট কিংবা হাতাকাটা সোয়েটার। ফরমাল পোশাকের সঙ্গে বেশ মানিয়ে যায় হাতাকাটা সোয়েটার। তরুণদের অনেকেই, টি-শার্টের ওপর একটি ফুলহাতা শার্ট পরে বেরিয়ে পড়েন। দুপুরের রোদে শীত কমে এলে অনেকে আবার ভারী পোশাকটি হাতে নিয়ে হাঁটার বিড়ম্বনায় পড়েন। কাঁধে একটা ব্যাগ থাকলে সেই বিড়ম্বনাও এড়িয়ে চলতে পারেন।
বাজারে হাতাকাটা সোয়েটার পাবেন ২০০ থেকে ২৫০ টাকার মধ্যে। হালকা গড়নের সোয়েটার, জ্যাকেট ও হুডি পাবেন ৩০০ থেকে ৬০০ টাকায়।
মাফলার বা স্কার্ফ
লাল, নীল, কাল, খয়েরি—এমন এক রঙা মাফলার যেমন আছে, তেমনি আছে হরেক রঙের মিশেলও। সে ক্ষেত্রে উলের তৈরি চীনা মাফলার পাবেন ৯০ থেকে ১২০ টাকায়। দেশি মাফলার মিলবে ১৫০ থেকে ২৫০ টাকায়। আর গলায় জড়ানো বিভিন্ন রোমশ মাফলার পাবেন ২০০ টাকার মধ্যেই। এ ছাড়া শীতের পোশাক হুডির হুডটা (মাথা ঢেকে রাখার অংশটি) আলাদাভাবে কিনতে পাওয়া যায়। দাম পড়বে ৫০ থেকে ১৫ টাকা।
টুপি
অনেকে শীত তাড়াতে বেছে নেন টুপি। ভোরে বা সন্ধ্যায় বাইরে চলাফেরা করতে সঙ্গে রাখতে পারেন একটি টুপি৷ নানা ধরনের সুন্দর টুপি আছে বাজারে৷ ক্যাজুয়াল পোশাকের সঙ্গে চমৎকার মানিয়ে যাবে এসব টুপি৷ নকশাভেদে দাম পড়বে ২০০ থেকে ৬০০ টাকার মধ্যে।
জুতা
বছরের অন্যান্য সময়জুড়ে তরুণদের পায়ে ছিমছাম স্লিপারের রাজত্ব থাকলেও শীতে বেড়ে যায় স্নিকার বা কেডস জাতীয় জুতার ব্যবহার। প্রায় বাসাবাড়ির মেঝেই এখন টাইলস করা, যা বেশ ঠান্ডা। বেছে নিতে পারেন ‘ফ্লোর টাস’ জুতা, যা মেঝের ঠান্ডা থেকে পা সুরক্ষিত রাখবে। প্রতি জোড়া ফ্লোর টাস জুতা পাবেন ৫০ থেকে ৮০ টাকায়।
মোজা
পায়ের শীত কমাতে সন্ধ্যায় মোজা পরতে পারেন৷ জুতা বা স্যান্ডেলের সঙ্গে মোজা পরলে পায়ে ওম পাবেন সহজে৷ হাতমোজা পরে গরম রাখতে পারেন হাতখানা৷ গাড়িতে বা মোটরসাইকেলে চলাফেরায় হাতের উষ্ণতা বাড়াতে পারে হাতমোজা৷ চামড়া, রেক্সিন বা সুতির হাতমোজা লম্বা ও খাটো—দুই ধরনেরই পাবেন৷ জোড়াপ্রতি হাত ও পায়ের মোজা পাওয়া যাবে ৪০ থেকে ১৫০ টাকা।
কোথায় পাবেন
ঢাকার নিউমার্কেট, বদরুদ্দোজা সুপার মার্কেট, বঙ্গবাজার, গুলিস্তান, গুলশান ডিসিসি মার্কেট, মহাখালী, ফার্মগেট, মিরপুরসহ অনেক স্থানে মিলবে এমন সব শীত তাড়ানোর অনুষঙ্গ।