আনুশকা, প্রিয়াঙ্কা, দীপিকা, ক্যাটরিনার পর এবার আমাদের মিম

সব্যসাচী মুখোপাধ্যায়কে যদি এ মুহূর্তে ভারতের সবচেয়ে জনপ্রিয় ‘হাই প্রোফাইল’ বিয়ের পোশাকের ডিজাইনার বলা হয়, বাড়াবাড়ি হবে না। ভারতের ফ্যাশন ডিজাইনের ইতিহাসে যে কজন বিপ্লব ঘটিয়েছেন, তাঁদের প্রথম দিকে থাকবে সব্যসাচীর নাম। কলকাতায় তাঁর মূল ঘাঁটি হলেও, তাঁর পোশাক পৌঁছে গেছে দিল্লি, মুম্বাই, হায়দরাবাদ, ক্যালিফোর্নিয়া, আটলান্টা, লন্ডন, দুবাইয়ের মতো ফ্যাশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সব শহরে। কয়েক বছর ধরে বলিউডের প্রায় সব নামকরা তারকাই বিয়েতে পরেছেন তাঁর ডিজাইন করা পোশাক।

আনুশকা শর্মা থেকে যদি শুরু করি, এরপর দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, নেহা কক্কর, পত্রলেখা পাল, ক্যাটরিনা কাইফ—সবাই পরেছেন সব্যসাচীর নকশা করা পোশাক। বাংলাদেশের বড় পর্দার পরিচিত মুখ বিদ্যা সিনহা মিমও তাঁর বিয়েতে আজ পরেছেন ভারতীয় এই নামকরা ডিজাইনারের নকশা করা লেহেঙ্গা। এ বছর আলিয়া ভাট আর রণবীর কাপুরের বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, শ্রদ্ধা কাপুর আর তাঁর আলোকচিত্রী প্রেমিক রেহান শ্রেষ্ঠাও নাকি বিয়ের পিঁড়িতে বসবেন এ বছর। আলিয়া ও শ্রদ্ধাও বিয়েতে সব্যসাচীর পোশাকেই সাজবেন বলে জানা যাচ্ছে। এ নিয়ে তাঁদের পরিবারের সঙ্গে সব্যসাচীর একাধিক মিটিংও হয়েছে, জানিয়েছে একাধিক ভারতীয় গণমাধ্যম। সে যা-ই হোক, সব্যসাচীর ডিজাইন করা পোশাকে ঢালিউড আর বলিউডের তারকা কনেদের আরেকবার দেখি।

১ / ১৪
ভারতীয় বাঙালি ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের নকশা করা টকটকে লাল লেহেঙ্গায় বউ সেজেছেন মিম। বিয়ের পোশাকের রঙে ঝুঁকি নেননি। বাঙালি বিয়ের ঐতিহ্য আর সংস্কৃতি মেনে চোখ বন্ধ করে বেছে নিয়েছেন লাল। মিমের মেকআপ করেছে এলিগ্যান্ট মেকওভার। জুয়েলারি ও ঘড়ির ব্র্যান্ড আমিশি বিডি থেকে নেওয়া হয়েছে গয়না। টকটকে লাল এই লেহেঙ্গাজুড়ে পাথর আর জরির এমব্রয়ডারির ভারী কাজ। হাতভর্তি ছিল চুড়ি। নাকে নথ। গোলাপি গোলাপের মালায় হয়েছে মালাবদল।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১৪
কনে ক্যাটরিনা কাইফ, বিয়ের সব আয়োজনে সব্যসাচীর নকশা করা পোশাক পরেছেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১৪
বলিউড তারকা পত্রলেখা পালের লাল শাড়ি আর ওড়না সব্যসাচীর নকশা করা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১৪
রাজকুমার রাও আর পত্রলেখার বিয়েতে নজর কেড়েছে পত্রলেখার ওড়নায় বাংলায় লেখা বাক্য, ‘আমার পরান ভরা ভালোবাসা আমি তোমায় সমর্পণ করিলাম।’ আইডিয়াটা নাকি সব্যসাচীরই ছিল। আর এই ওড়নার জন্য কোনো দাম নেননি তিনি, কনের জন্য এটা ছিল তাঁর উপহার
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১৪
সখ মিটিয়ে নেহা কক্করও তাঁর বিয়েতে পরেছেন সব্যসাচীর নকশা করা গোলাপী লেহেঙ্গা, বর রোহান প্রীত সিংও পরেছেন সব্যসাচীর নকশা করা শেরওয়ানি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১৪
সব্যসাচীর লেহেঙ্গায় কনে নেহা, নিন্দুকেরা বলেন নেহার এই লেহেঙ্গাটি আনুশকার লেহেঙ্গা থেকে অনুপ্রাণিত
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১৪
২০১৭ সালের ১১ ডিসেম্বর বিয়ে করেন বলিউড তারকা আনুশকা শর্মা ও ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১৪
ইতালির তাসকানিতে ২০১৭ সালের ১১ ডিসেম্বর বিয়ে সারেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা। গোলাপি রঙের সুতার এমব্রয়ডারি, ফ্লোরাল মোটিফের ডিজাইন করা লেহেঙ্গায় বউ সেজেছিলেন তিনি। দীর্ঘ সময় আলোচনায় ছিল সব্যসাচীর ডিজাইন করা এই লেহেঙ্গা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১৪
আনুশকা আর বিরাট দুজনের বিয়ের পোশাকই সব্যসাচীর নকশা করা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১৪
দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের বিয়ে ছিল বলিউডের অন্যতম আলোচিত বিয়ে। বিয়ের আসরে লাল কাঞ্জিভরম শাড়ির সঙ্গে মিল করে দীপিকা পরেছিলেন পৌরণিক গয়না।
ইনস্টাগ্রাম
১১ / ১৪
দীপিকা পাড়ুকোনের বিয়ের অনুষ্ঠান হয়েছে বেশ কয়েক দিন ধরে। বিশ্বের সেরা ডিজাইনারদের দিয়ে বিয়ের বিভিন্ন পোশাকের নকশা করেছেন দীপিকা। তবে বিয়ের মূল আয়োজনে সব্যসাচীর পোশাকেই সাত পাকে ঘুরেছেন। দীপিকা পাড়ুকোন ২০১৮ সালের ১৪ নভেম্বর বিয়ের সময় পরেছিলেন সব্যসাচীর নকশা করা লাল লেহেঙ্গা।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১২ / ১৪
রণবীর সিংও বউয়ের পোশাকের সঙ্গে ম্যাচিং করে বিয়েতে সব্যসাচীর ডিজাইন করা লাল শেরওয়ানি পরেছিলেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৩ / ১৪
একবার নয়, দুইবার দুই রীতিতে বিয়ে করেছেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। প্রথমবার খ্রিষ্টীয় রীতিতে, সাদা গাউনে। পরেরবার হিন্দু রীতিতে, লাল লেহেঙ্গা পরে। বিয়ের দ্বিতীয় অনুষ্ঠানে লাল লেহেঙ্গা বানিয়েছিলেন সব্যসাচী
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৪ / ১৪
ক্রিমসন লাল রঙের লেহেঙ্গাজুড়ে হাতে কাটা কুঁচি কুঁচি অরগ্যাঞ্জা ফুল। আর সেই ফুলের মধ্যে সিয়াম-রেড ক্রিস্টাল বসানো। ১১০ জন সুচিশিল্পী ৩ হাজার ৭২০ ঘণ্টা ধরে বানিয়েছিলেন সেই লেহেঙ্গা
ছবি: ইনস্টাগ্রাম থেকে