আপনার রাশি

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
কেমন কাটছে নতুন বছর, মেষ? নতুন বছর আপনার জন্যও অনেক নাটকীয় হবে, শুভ হবে। তাই চিন্তামুক্ত মন নিয়ে সময় শুরু করুন।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
আপনার জন্য ন্যূন আমার কাছে রয়েছে অনেক শুভবার্তা। বছরের শুরুটাই আপনার জন্য শুভ হবে। শেষটাও আশা করি তা–ই হবে। শুভ দিয়ে শুরু হোক আপনার সপ্তাহ।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
মিথুন রাশির কথা লিখতে বসলেই একটি মিষ্টি হাসি হাসি মুখ মনে পড়ে। চলতি সপ্তাহ থেকে মিথুনের একটি বিশেষ শুভ সময় শুরু হচ্ছে। খুশি মনে পড়তে শুরু করুন। ফেব্রুয়ারির ২ তারিখ আপনার জন্য একটি বিশেষ শুভ দিন।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
কর্কট, আপনি এ সপ্তাহে নিজের জন্য শুভদিন নিয়ে এসেছেন, অন্যদেরকেও শুভবার্তা দেবেন। হাসিমুখে থাকুন, সবাইকে হাসিমুখে রাখুন। কেউ যেন আপনার কথায় বা কাজে কষ্ট না পায়।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
সিংহ রাশির কপালে আছে এ সপ্তাহে অনেক ভ্রমণ। কাজের মধ্যে থাকুন, আনন্দে থাকুন।
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
কন্যার মুখে দেখতে পাচ্ছি মৃদু মৃদু হাসি। এই হাসি কিসের হাসি, তা আপনিই ভালো বলতে পারবেন।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
অনেক ঝড়-ঝাপটার মধ্যেও তুলা চিন্তামুক্ত থাকেন, এটাই তাঁর বৈশিষ্ট্য। চলতি সপ্তাহে আপনার এই বৈশিষ্ট্য বজায় থাকবে।
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
বৃশ্চিকের জয় দিকে দিকে। যত কঠিন কাজই হোক, বৃশ্চিক তা সহজভাবে করেন। চলতি সপ্তাহে তা-ই হবে।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
ধ্বংসের মুখেও ধনুর বিজয়ী মুখ দেখা যায়। চলতি সপ্তাহেও তা-ই হবে। জয় হোক আপনার।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
মকরের মুখে মিটিমিটি হাসি দেখতে পাই। এই হাসির রহস্য তিনিই ভালো বলতে পারবেন।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
কুম্ভ রাশির দিকে দিকে বিজয়। এখন তাঁর সামনে এগিয়ে চলার দিন।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
মীন রাশির হাসিমুখ দূর থেকেই দেখা যায়। আমরা আশা করি, চলতি সপ্তাহটি আপনার খুব আনন্দে কাটবে।
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী