আপনার রাশি

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
বয়ঃসন্ধিকালে কিশোর-কিশোরীদের নব বিকাশ হয়। ১৯৯০-এর দশকে আমি বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির পক্ষ থেকে ‘তারুণ্যে প্রজননস্বাস্থ্য’ নামে একটি ভিডিও প্রশিক্ষণচিত্র তৈরি করেছিলাম। সেটা ছিল এক ঘণ্টার ছবি। তখন এই বিষয়টি এত আলোচিত ছিল না। এখন হয়েছে। বয়ঃসন্ধিকালে প্রজননস্বাস্থ্য সম্পর্কে জানা অতীব গুরুত্বপূর্ণ। প্রিয় মেষ, আপনার সাপ্তাহিক রাশিফল লিখতে গিয়ে এ কথা আমার মনে পড়ল। আমার কাজ বৃথা যায়নি—এই আনন্দ আপনার সঙ্গে শেয়ার করলাম।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
চলতি সপ্তাহ আপনার খুব নাটকীয়ভাবে কাটবে। অনেক পাঠক ‘নাটকীয়’ শুনলেই চমকে ওঠেন। চমকাবার কিছু নেই। নাটকীয় বলতে বর্ণাঢ্য বোঝানো হয়েছে। তাই বলি, এ সপ্তাহে আপনি আমার দিকে চেয়ে খুশি থাকুন।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
মিথুন রাশির আমার একাধিক শিল্পী-বন্ধু আছেন। যেমন বর্তমানের অন্যতম সেরা কবি নির্মলেন্দু গুণ, সংগীত পরিচালক লাকী আখান্দ প্রমুখ। এঁরা, আমার মতে কালজয়ীশিল্পী। অনেকেই আমার সঙ্গে একমত হবেন। আসুন, মিথুনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। মিথুন, আপনি ও আপনার উন্নতির আশায় থাকুন।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
সপ্তাহটা আপনার একটু খিটখিট করতে করতে কাটবে। কোনো কিছুতেই যেন মন ভরে না। খুঁতখুঁতানিটা এড়িয়ে চলবেন, তাহলেই সপ্তাহ আপনার শুভ হবে। আপনার পেশা যাই হোক না কেন—আপনার জন্য সাফল্য কামনা করছি।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
এ সপ্তাহে খিটিমিটি ব্যাপারটা কর্কট রাশি থেকেই আপনার ওপর বর্তাবে। কাজেই সাধু সাবধান! যদি নিজেকে একটু ম্যানেজ করে চলতে পারেন, তাহলেই আপনার সপ্তাহটা সুন্দর হয়ে উঠবে। সিংহ নিজের ওপর নিয়ন্ত্রণ রেখে চলতে সক্ষম, রাশিশাস্ত্র পড়েই তা আমরা জানতে পারি।
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
কন্যার চলতি সাত দিন কান্না-হাসির সমান ভাগের মধ্যে দিয়ে কাটবে। প্রতীক্ষায় থাকুন, সপ্তাহটাকে নিজের মতো করে নিন। ৫০ শতাংশ আনন্দ তো কম নয়।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
আপনার রাশির নাম তুলা। তার মানে তুলতুলে নরম। কিন্তু প্রয়োজনে আপনি ভীষণ কঠিন হতে পারেন—এ সপ্তাহে তার প্রমাণ মিলবে। ভয়কে জয় করতে গেলে আপনাকে এখন খানিকটা কঠিনই হতে হবে। (আপনার অবশ্য জানা আছে যে, তুলা রাশির প্রতীক চিহ্ন হচ্ছে একটি মানদণ্ড)। শুভ হোক আপনার।
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
আপনাকে যদি কেউ গভীর আঁধার থেকে ধাক্কা দিয়ে উজ্জ্বল আলোয় ফেলে দেয়, তাহলে আপনি কয়েক সেকেন্ড চোখে অন্ধকারই দেখবেন। চলতি সপ্তাহে আপনার যে ওই অবস্থা হবে তা আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু আমরা দেখছি। অর্থাৎ দুঃসময় কাটিয়ে আপনি অলরেডি সুসময়ে প্রবেশ করেছেন, তবে আপনি নিজে তা জানতে পারছেন না। আগামী শুক্রবার পর্যন্ত অপেক্ষা করুন। আমার কথার সত্যতা বুঝবেন।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
ঠিকমতো চাবুক খেলে মৃত ঘোড়াও জেগে উঠতে পারে। প্রমাণ চান? আপনার চলতি সাত দিনের দিকে নজর রাখুন। আপনি ধ্বংসস্তূপ থেকে জেগে ওঠার ÿক্ষমতা রাখেন। কী, এবার খুশি তো?
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
অবিবাহিত মকরের আমি নতুন জীবন দেখতে পাই। অর্থাৎ নতুন প্রেম, প্রথম বিয়ে ইত্যাদি। কী, শুনেই মুখখানা হাসিতে ভরে উঠল? অন্যান্য মকরও এ সপ্তাহে শুভ পরিবর্তনের মধ্যে দিয়ে যাবেন। জয় হোক।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
আগেও বহুবার বলেছি, কুম্ভ পরিবর্তন ঘটানোর ওস্তাদ। এ সপ্তাহে প্রিয় কুম্ভ, আপনি নিজে যেমন পরিবর্তনের মাঝ দিয়ে যাবেন, অন্যের জীবনেও পরিবর্তন ঘটাবেন। তবে, আজ থেকে আগামী সাত দিন একটু ধীরভাবে চলুন।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
যার অন্তরে ভয় নেই, সে তো নির্ভীক হতে পারে না। তাই বলে আপনাকে আমি ভিতু হওয়ার আহ্বান জানাচ্ছি না। ভয়কে সরিয়ে দিয়ে সামনে এগিয়ে যান, আপনি সফল হবেন।
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।