আমার স্বপ্ন

আমি স্বপ্ন দেখি বেগম রোকেয়ার লেখা সুলতানার স্বপ্ন একদিন সত্যি হবে।
শামসুন্নাহার, সূত্রাপুর, ঢাকা
আমরা তিন বোন। আমি চাই ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠা পেতে। যাতে কেউ আর আমার মাকে না বলতে পারে, ‘তোমার তো ছেলে নেই। এখন তোমার কী হবে?’
শশী, বিএসসি ইন ফিজিওথেরাপি
এমন একজন মানুষ হতে চাই, যাকে ভালোবাসবে সবাই। দেশজুড়ে মানুষের ডায়েরিতে থাকবে আমার অটোগ্রাফ, মুঠোফোনে থাকবে ফটোগ্রাফ...
সিয়াম, ঢাকা কলেজ
আমার প্রিয় ঢাকা শহরে একা একা পূর্ণ নিরাপত্তায় ইচ্ছামতো ঘুরে বেড়াতে চাই। মেয়ে হিসেবে চাওয়াটা কি খুব বেশি? মোটেই না! এরকমই একটা শহর চাই!
দৃষ্টি, ঢাকা বিশ্ববিদ্যালয়
পাখির মতো স্বাধীন হতে চাই
সোনিয়া পারভিন, ইডেন কলেজ
প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি প্রিয় স্বদেশের পর্যটন শিল্পের বিকাশে কাজ করতে চাই...
শিহাব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
বাংলাদেশের ক্রিকেট দলের অধিনায়ক হয়ে বিশ্বকাপ জিততে চাই।
মো. ইব্রাহিম, ঢাকা বিশ্ববিদ্যালয়
আমি মানুষকে স্বপ্ন দেখাতে চাই এবং তাঁদের স্বপ্ন বাস্তবায়ন করতে চাই।
সুমন, নাগেশ্বরী
পার্কে পার্কে চাঁদা তোলার জায়গায় নয়, মেধাবী মানুষের ভিড়ে হিজড়াদের দেখতে চাই। তাঁদের নিয়ে কাজ করতে চাই।
মিম্মা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
দেশের শিক্ষা বিভাগে অবদান রাখার জন্য আমি শিক্ষাসচিব হতে চাই। দেশের শিক্ষা পদ্ধতি নিয়ে গবেষণা হবে আমার মূল কাজ। দেশের শিক্ষার উন্নয়ন আমার লক্ষ্য।
জিহাদ হোসেন, সরকারি তিতুমীর কলেজ