আশায় থাকি

তুমি আমার জীবনে হঠাৎ করেই এসেছিলে, আবার চলেও গেলে খুব তাড়াতাড়ি। জানি, আমার কোনো দোষ ছিল না। ছিল এটুকুই—আমার রাগটা খুব বেশি। তবে আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসতাম। কিন্তু তুমি যেটা করেছ, সেটাও কেউ মেনে নিতে পারে না। আমিও পারিনি। তুমি একই সঙ্গে একাধিক সম্পর্কে জড়িয়ে ছিলে। আমি সব বুঝেও তোমাকে কিছু বলতাম না। ভাবতাম, আমার ভালোবাসা দিয়ে হয়তো সেটা জয় করব। কিন্তু এতটাই করলে যে আমার রাগটা নিয়ন্ত্রণ করতে পারিনি। তাই তুমি আমাকে ছেড়ে দিলে। আমি কিন্তু তোমাকে এখনো ভুলতে পারিনি। কারণ, আমি তোমাকে অনেক ভালোবেসেছিলাম। আমি তোমাকে অনেক অনুরোধ করেছিলাম, আমার সঙ্গে থাকতে। তুমি আমাকে অনেক অপমান করেছ। আমি কষ্ট পাইনি। এখন তো আমাদের একদিন পরপর ক্লাস হয়, তারপরও আমি আমার ক্লাসের সামনে, ক্যানটিনে দাঁড়িয়ে থাকি—তুমি আসবে—তুমি আস ঠিকই, কিন্তু আমার জন্য নয়। আশায় থাকি, যদি সব ভুলে আমাকে ভালোবাস; যদি বলো, সরি। আমি সব ভুলে এসেছি, আমি শুধু তোমার সঙ্গে থাকবই থাকব।

ইতি ভূত (তোমার দেওয়া নাম)

উত্তরা, ঢাকা।