আসছে নতুন ওয়েবসাইট

বন্ধুরা, সুখবরই বটে। বাংলা নতুন বছরের সঙ্গে সঙ্গে আসছে প্রথম আলো বন্ধুসভার নতুন ওয়েবসাইট।
খুব শিগগির চালু হচ্ছে এই ওয়েবসাইট। সাইটে পুরো বন্ধুসভাকেই পাওয়া যাবে। দেশ-বিদেশের সব বন্ধুসভাকে দেখা যাবে এই সাইটে। থাকবে নানা কিছু। থাকছে লেখালেখির সুযোগ। আগামী সংখ্যার অণুকথায় থাকবে বিস্তারিত।
গত মাসে অনিবার্য কারণে বন্ধুসভার তিনটি সংখ্যা বের হয়নি। সে কারণে অনেক বন্ধুসভার সংবাদ ছাপা সম্ভব হয়নি। সৈয়দপুর, ব্রাহ্মণবাড়িয়া সভার স্বাধীনতা উৎসবসহ অনেক সংবাদই আমরা ছাপতে পারিনি। সে কারণে অনেক বন্ধুই কষ্ট পেয়েছেন।
সারা দেশে বর্ষবরণের প্রস্তুতি চলছে। আশা করছি বিগত বছরগুলোর চাইতে এবার পয়লা বৈশাখের আয়োজন আরও জাঁকজমকপূর্ণ হবে।
অনেক বন্ধুসভাতেই বন্ধুসভার ফেসবুক পেজের এডিটর রয়েছেন। ফেসবুক পেজ সম্পর্কে আমরা এডিটরদের কাছ থেকে পরামর্শ চাচ্ছি, কী করে এটাকে আরও ভালো করা যায়। আগামী বৃহস্পতিবারের মধ্যে বন্ধুসভার ই-মেইলে মতামত-পরামর্শ পাঠাবেন।
সারা দেশে প্রতি সপ্তাহেই অনেক অনুষ্ঠান হয়। অনেক অনুষ্ঠানের খবর আমাদের নজর এড়িয়ে যায়। অনেক অনুষ্ঠান হওয়ার পর বন্ধুরা ঢাকায় সংবাদও পাঠান না। এখন থেকে সব অনুষ্ঠানের খবর ঢাকায় পাঠাতে হবে এবং না জানিয়ে কোনো অনুষ্ঠান করা যাবে না। ১০-১৫ দিন আগে অনুষ্ঠানের সময় সূচি জানাতে হবে। তবে যাঁরা বার্ষিক কর্মসূচি পাঠিয়েছেন, তাঁদের জন্য এ নিয়ম প্রযোজ্য হবে না ।